X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখনও অনেক পথ বাকি: মেসি

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৯:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:২১

এখনও অনেক পথ বাকি: মেসি লা লিগা শেষ হতে এখনও ৫ ম্যাচ বাকি। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। সর্বশেষ এল ক্লাসিকোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা। শিরোপার লড়াই হয়ে গেছে আরও জমজমাট, যেখানে ফেভারিট ধরা হচ্ছে কাতালান জায়ান্টদের। কিন্তু লিওনেল মেসি মাটিতে পা রাখছেন।

গত ডিসেম্বরে ন্যু ক্যাম্পে শেষ মুহূর্তে সের্হিয়ো রামোসের হেডে জয়বঞ্চিত হয়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের কাছে তারা পয়েন্ট হারানোর পর থেকেই কথা উঠেছিল- লা লিগার শিরোপাও হয়তো কাতালানদের হাতছাড়া হচ্ছে। এর পর পেরিয়ে গেছে অনেক পথ, দুই দলই মাঝেমধ্যে পয়েন্ট হারিয়েছিল। শেষদিকে এসে লিগ শিরোপার দৌড় যদিও দুই দলের মধ্যেই হয়েছে। আর তাই রবিবার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে জয় পায় বার্সেলোনা। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই এ লড়াইকে শিরোপা নির্ধারক ধরা হয়েছিল। কিন্তু বার্সার জয়ের নায়ক মেসি এনিয়ে নীরবতা ভাঙলেন, সাবধান করে দিলেন সতীর্থ ও ভক্তদের।

৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। আর এক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। খেলা বাকি আরও ৫ থেকে ৬টি। কিন্তু এরই মধ্যে যে কোনও কিছু ঘটে যেতে পারে মনে করেন মেসি। তার মতে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু চ্যাম্পিয়ন কে হবে সেটা চূড়ান্ত হয়নি। ফেসবুকে মেসি লিখেছেন, ‘আমরা জিততে বার্নাব্যুতে গিয়েছিলাম, যেন লিগ শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারি। এখনও যেতে হবে অনেক পথ। আমরা ফিরে এলাম গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার আনন্দ নিয়ে।’

লিগ শিরোপার হিসাব এখন জমে উঠলেও বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। বার্সেলোনাকে তো বাকি ৫ ম্যাচ জিততেই হবে, একই সঙ্গে পরের ৬ ম্যাচে রিয়ালের পতন কামনা করতে হবে তাদের। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা