X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার বিপক্ষে পেনাল্টিই পায় না প্রতিপক্ষরা!

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১১:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:০৪

বার্সেলোনার বিপক্ষে পেনাল্টিই পায় না প্রতিপক্ষরা! লা লিগার মৌসুম শেষ হতে বার্সেলোনার হাতে আর ৫ ম্যাচ। মৌসুমের এ পর্যন্ত কোনও প্রতিপক্ষ পেনাল্টি পায়নি তাদের বিপক্ষে। সামনের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পেনাল্টি ‘উপহার’ না দিলে কাতালানরা গড়বে নতুন এক রেকর্ড। লা লিগার ইতিহাসে কোনও দল পেনাল্টি না দিয়ে শেষ করতে পারেনি মৌসুম। এবারের মৌসুমে তাই অনন্য এক রেকর্ডের হাতছানি বার্সেলোনার সামনে।

শুধু লা লিগা নয়, ইউরোপের শীর্ষ পর্যায়ের বাকি চার লিগ-বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘এ’ ও লিগ ওয়ানের পরিসংখ্যানের দিকে নজর দিলেও পেনাল্টির ব্যাপারে সবাইকে ছাড়িয়ে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র দল হিসেবে প্রতিপক্ষদের এখন পর্যন্ত কোনও পেনাল্টি ‘উপহার’ দেয়নি কাতালান ক্লাবটি। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’তে কোনও পেনাল্টি না হওয়ায় ইউরোপিয়ান ফুটবলে একমাত্র দল হিসেবে জায়গাটা ধরে রেখেছে তারা। এতদিন প্রতিপক্ষকে পেনাল্টি না দেওয়ার দৌড়ে তাদের সঙ্গে ছিল বায়ার্ন মিউনিখ, যদিও জার্মান ক্লাবটি মেইঞ্জের বিপক্ষে সবশেষ বুন্দেসলিগার ম্যাচে পেনাল্টি ‘উপহার’ দেওয়ায় পেনাল্টি হজম না করার তালিকায় একমাত্র দল হিসেবে রয়েছে বার্সা।

ইউরোপিয়ান লিগগুলোর পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাচ্ছে, প্রতিপক্ষকে পেনাল্টি না দেওয়ার তালিকায় বার্সেলোনার ঘর শূন্য; আর বক্সের ভেতর ফাউল করে একটি করে পেনাল্টি ‘উপহার’ দিয়েছে জুভেন্টাস, বায়ার্ন ও বরুশিয়া ডর্টমুন্ড। আর লা লিগায় কোনও পেনাল্টি না দেওয়া বার্সেলোনার পরে দুটি পেনাল্টি হজম করে দ্বিতীয় স্থানে এস্পানিওল।

বাকি থাকা ৫ ম্যাচে পেনাল্টি হজম না করলেই লা লিগার প্রথম দল হিসেবে নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা। মার্কা

/এফআইআর/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী