X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মুস্তাফিজকে নির্ভার রাখতে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৪:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:২০

মুস্তাফিজকে নির্ভার রাখতে চান মাশরাফি মুস্তাফিজের কাছ থেকে পারফরম্যান্স বের করে আনতে হলে তাকে নির্ভার রাখতে হবে বলে মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি। আগের দিন ই-মেইল করেই এই সংবাদ সম্মেলনের কথা জানিয়েছিল বিসিবি।  সেখানে বাংলাদেশ অধিনায়ক আসন্ন ত্রি-দেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলেছেন।  এমনকি মুস্তাফিজকে নিয়ে নিজের আলাদা ভাবনাও প্রকাশ করেছেন।  তার মতে, ‘আমরা যদি ওকে চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি। তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।’

২০১৫ সালে স্বপ্নের মতো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ধারাটা ইনজুরির কারণে আর অব্যাহত রাখতে পারেননি। সাসেক্সে গিয়ে ইনজুরি বাঁধিয়ে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। গত বছরের ১১ আগস্টে অস্ত্রোপচারের পর প্রায় চার মাস পুনর্বাসন শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। ফিরলেও আগের সেই ধার আর দেখা যায়নি মুস্তাফিজের বোলিংয়ে। যার ফলে চলতি আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলে বসে থাকতে হয়েছে। মুস্তাফিজের এই পারফরম্যান্সকে স্বাভাবিক হিসেবেই দেখছেন মাশরাফি, ‘এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।’

নতুন অবস্থায় মুস্তাফিজের বোলিং বিশ্বের সকল ব্যাটসম্যানদের কাছেই অপরিচিত ছিল।  সেই সুযোগটাই মুস্তাফিজ কাজে লাগাতে পেরেছিল। এখন তাকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। এমনটাই ভাবেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।’

কাঁধের ইনজুরিটা মুস্তাফিজেরে জন্য হুমকি হয়ে এসেছে।  ইনজুরিতে পড়েই তার পারফরম্যান্স নিচের দিকে।  মাশরাফিও বিষয়টা এভাবেই দেখছেন, ‘ মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হয়েছে ওর ইনজুরি। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। এছাড়া ওর বয়সও মাত্র ২০ বছর। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য এখন পরিস্থিতি খুব কঠিন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই