X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার আশা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৬:৩৩আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২৩:১৮

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার আশা মাশরাফির আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে জুনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অবশ্য ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবে টাইগাররা। ইংল্যান্ডের এই প্রস্তুতি ক্যাম্পের দিকে এখন নজর মাশরাফির। যদিও ক্যাম্পের মাধ্যমেই যে সাফল্য আসবে, সেটা জোর দিয়ে বলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির শুরুতে আত্মবিশ্বাস জন্মাতে পারলে ভালো কিছুরই প্রত্যাশা করছেন মাশরাফি।

কাউন্টি ক্লাব সাসেক্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বেশ ভালো। গত বছরই সাসেক্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। সে সূত্রে সাসেক্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যোগাযোগটাও আন্তরিক। আর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে সেই সাসেক্সেই ক্যাম্প করবে বাংলাদেশ।

তিন ধাপের এই সফর শুরুর আগে মাশরাফি প্রস্তুতি ক্যাম্পকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন, ‘ক্যাম্পটা হবে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি মঞ্চ। আয়ারল্যান্ডে খেলব আমরা পূর্ণাঙ্গ সিরিজ, তাই টুর্নামেন্টও বলতে পারেন। সেখান থেকে (চ্যাম্পিয়ন্স ট্রফির) উইকেট কতটা আলাদা, সেটা বলা যাচ্ছে না। আয়ারল্যান্ডে এখনও শীত। আর ইংল্যান্ডে মাত্র গ্রীষ্ম শুরু হয়েছে। তাই আমার মনে হয়, দুই রকম আবহাওয়ায় উইকেটের আচরণও দুই রকম হতে পারে। এর আগে ১০-১২ দিনের ক্যাম্পটা আমাদের খুব কাজে লাগবে।’ সঙ্গে যোগ করলেন, ‘কয়েকটা প্রস্তুতি ম্যাচ আছে, সেগুলো আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সহায়তা করবে। আমরা যদি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসটা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আশা করি ভালো কিছুই হবে।’

২০১৫ বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্যাম্প করেছিল বাংলাদেশ। যার সুফলও পেয়েছিল টাইগাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ধীরে ধীরে ছন্দ পাওয়া বাংলাদেশ খেলেছিল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। যদিও নিউজিল্যান্ড সিরিজের আগে সিডনিতে ১০ দিনের ক্যাম্পে দৃশ্যমান কোনও সুফল পায়নি বাংলাদেশ।

এবার চ্যাম্পিয়নস ট্রফি ও ত্রিদেশীয় সিরিজের আগে ক্যাম্পের মাধ্যমে ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেয়ার চেষ্টা করবে বাংলাদেশ। মাশরাফি মনে করেন, ‘ক্যাম্প সব সময় সাহায্য করে। উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যায়, কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইংল্যান্ডে এখন যেহেতু গ্রীষ্মের একদম শুরু, এ সময় আবহাওয়া দ্রুত পরিবর্তন হবে। এটাও মাথায় রাখতে হবে।’ যদিও প্রস্তুতি ক্যাম্প খুব বেশি কাজে আসবে কিনা, সেটা আগেই বলতে পারছেন না ওয়ানডে অধিনায়ক বললেন, ‘২০১৫ সালে আমরা যেমন চেয়েছিলাম, তেমনই হয়েছে। আবার নিউজিল্যান্ড সফরের আগেও ক্যাম্প ছিল, যদিও আমরা ব্যর্থ হয়েছি। এটা বলা তাই বলা কঠিন যে, ক্যাম্প থাকলেই ভালো কিছু হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট