X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বিদেশেও দ্রুত সাফল্য পাবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৫



শ্রীলঙ্কায় বাংলাদেশের একটি সাফল্যের মুহূর্ত ঘরের মাঠে বাংলাদেশ যতটা সফল, বিদেশের মাটিতে ততটা নয়। মাশরাফি মুর্তজা অবশ্য এ নিয়ে হতাশ নন। তার বিশ্বাস, টাইগারদের দেশের বাইরে নিয়মিত সাফল্য পাওয়া শুধুই সময়ের ব্যাপার।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের আশাবাদ, ‘আমার বিশ্বাস, বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে অন্য দলগুলোর চেয়ে অনেক দ্রুত সফল হবে। ড্রেসিংরুমে আমরা এমন  বিশ্বাস নিয়ে থাকি যে, অন্যান্য প্রতিষ্ঠিত দলের চেয়েও বাংলাদেশ বিদেশের মাটিতে অনেক কম সময়ে সাফল্য পাবে।’

পরিসংখ্যান বলছে, টাইগাররা দেশের মাটিতে অনেক বেশি সফল। ঘরের মাঠে ১৫৮ ম্যাচ খেলে ৬৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দেশের বাইরে ১০৭ ম্যাচে খেলে জয়ের উল্লাস ২৪ বার। অবশ্য নিরপেক্ষ ভেন্যুর হিসেব ধরলে বিদেশে মোট ১৬৬ ম্যাচ খেলে জয়ের সংখ্যা ৩৮।

দেশের পাশাপাশি বিদেশেও সাফল্যের ওপর গুরুত্ব দিয়ে মাশরাফির মন্তব্য, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিউজিল্যান্ড সফর থেকে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ শুরু হয়েছে। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অ্যাওয়ে ম্যাচে ভালো খেলা। ঘরের মাঠের সঙ্গে তুলনায় বিদেশে আমাদের পারফরম্যান্সের ব্যবধান হয়তো আকাশ-পাতাল।’

তবে দেশের বাইরে জয় পাওয়া যে কারও জন্যই যে কঠিন, সে কথাও জোরের সঙ্গে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘ক্রিকেট বিশ্লেষকরা ভালো বলতে পারবেন, অ্যাওয়ে ম্যাচে জেতা কত কঠিন। তবে শ্রীলঙ্কায় আমাদের তৃতীয় ওয়ানডে জেতা উচিত ছিল। অবশ্য প্রতিষ্ঠিত দলগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন, তারা বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচ হেরে যায়।’


/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়