X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নস ট্রফিতে যে কোনও অর্জনই হবে বড়: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ২১:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:০০

চ্যাম্পিয়নস ট্রফিতে যে কোনও অর্জনই হবে বড়: হাথুরুসিংহে দুই-তিন বছর আগের বাংলাদেশ, আর এই বাংলাদেশের তফাতটা চোখে পড়ার মতো। সারা বিশ্বের সমীহ পাচ্ছে তারা। আর এমন ঈর্ষণীয় থেকেই তারা প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। একে তো অপরিচিত কন্ডিশন, তার উপর প্রতিপক্ষরা বিশ্বের পরাশক্তি। অর্জনের খাতাটা কেমন হবে এ টুর্নামেন্টে? ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা-অবস্থা নিয়ে কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গ্রুপে কঠিন তিন প্রতিপক্ষ মাঠে নামার আগেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশের দিকে। ইংলিশ কন্ডিশনের তাদের পেস আক্রমণ বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলবে, এমনটাই আলোচনা চ্যাম্পিয়নস ট্রফির আগে। এই চ্যালেঞ্জ সামনে রেখে বাংলাদেশকে নিয়ে কোচ হাথুরুসিংহের বক্তব্য, ‘ইংল্যান্ডের কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত নই। অবশ্যই চ্যালেঞ্জের সামনে পড়তে হবে আমাদের। তার ওপর আমরা বিশ্বের তিন সেরা দলের মুখোমুখি হচ্ছি। তাদের বিপক্ষে খেলার আগে আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে এতটুকু বলতে পারি ওই ম্যাচগুলোতে আমরা যাই অর্জন করি না কেন আমাদের বড় পাওয়া হবে।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফিরা। ক্যাম্প নিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘সাসেক্স ক্যাম্পের পুরোটা জুড়ে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রাধান্য থাকবে। সামর্থ্য ও দক্ষতার ওপর ভিত্তি করে আমরা আমাদের সেরা পরিকল্পনা করব।’

ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়ে চোখ হাথুরুসিংহের। চ্যাম্পিয়নস ট্রফির আগে সেটা হবে আত্মবিশ্বাস বাড়ানোর সেরা উপায়। শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘আয়ারল্যান্ডে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। ওয়ানডে র‌্যাংকিংয়ে আমাদের অবস্থানের উন্নতি করতে চাই। হ্যা এটা বড় চ্যালেঞ্জ, খুব সহজ হবে না। যতটা সম্ভব ভালোভাবে আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হতে চাই।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়