X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিরোপার আরও কাছে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১১:১৭

শিরোপার আরও কাছে চেলসি শিরোপার আরও কাছে এগিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনকে ৪-২ গোলে হারিয়েছে ব্লুজরা। অবশ্য এই ম্যাচে জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম থেকে ৭ পয়েন্টের ব্যবধান দাঁড় করিয়েছে কন্তের শিষ্যরা।

বলতে গেলে নিজেদের দুর্দান্ত ফর্ম চালু রয়েছে শনিবারের এফএ কাপের ফাইনালের পর থেকেই। টটেনহ্যামকেও একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেলসি। আর এরমধ্য দিয়ে মৌসুমে ডাবল জয়ের সম্ভাবনা আরও উজ্জল করে রাখলো ব্লুজরা।

স্ট্যামফোর্ড ব্রিজে গুরুত্ব ছিল বলেই একাদশে ছিলেন ইডেন হ্যাজার্ড ও ডিয়েগো কস্তা। আর শুরুর ৫ মিনিটেই চেলসিকে এগিয়ে নেন বেলজিয়ান তারকা হ্যাজার্ড। যদিও খেলার ২৪ মিনিটে সমতায় ফেরে সাউথ্যাম্পটন। সাবেক চেলসি মিডফিল্ডার রমেয়ুর গোলে স্কোর দাঁড়ায় ১-১। কিন্তু অতিরিক্ত সময়ে ফের ব্যবধান বাড়ায় ব্লুজরা। ডি বক্স থেকে মাথা ছুঁয়ে গোল করেন ক্যাহিল।

কস্তার জোড়া গোল ছিল চেলসির হয়ে ৫০ ও ৫১তম গোল। চেলসির দাপটকে একভাবে জানান দিতে দ্বিতীয়ার্ধে ফের আক্রমণ হানেন কস্তা। ৫৩ মিনিটে হেড করে গোল করেন। শেষ দিকে ৮৯ মিনিটে নিচু শটে জোড়া গোল করে স্কোর ৪-১ করেন। এই দুটি গোলই চেলসির হয়ে তার ছিল ৫০ ও ৫১তম গোল। তবে শেষ দিকে ইনজুরি সময়ে বারট্র্যান্ডের গোলে ৪-২ স্কোর দাঁড় করালে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে সাউথ্যাম্পটন।

৩৩ ম্যাচে শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৭৮ আর ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।

/এফআইআর/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা