X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুমিনুলের ‘যুদ্ধ’ চলছেই

রবিউল ইসলাম
২৭ এপ্রিল ২০১৭, ১৩:১৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:০০

মুমিনুলের ‘যুদ্ধ’ চলছেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন বহুদিন থেকেই। কখনও সফল হচ্ছেন, কখনও হচ্ছেন না। তাতে কী; ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই চলছে মুমিনুল হকের সীমিত ওভারের ক্রিকেটে ফেরার লড়াই।

বুধবার বিকেএসপিতে ১৫২ রানের অসাধারণ এক ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেট নিয়ে আশাবাদী হয়ে উঠলেন মুমিনুল। তার ভাষায়, ‘আগের চেয়ে বেশ ভালো বুঝতে পারছি ওয়ানডে কীভাবে খেলা উচিত। আমি মনে করি আগের চেয়ে ওয়ানডের ব্যাটিংয়ে আমার উন্নতি হয়েছে।’

বাংলাদেশ দল বুধবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে বিমানে চেপেছে। দলের সঙ্গে না যেতে পারার আক্ষেপ লুকাতে পারলেন না মুমিনুল, ‘অবশ্যই মিস করছি। তবে সবার জন্য শুভ কামনা। আশা করি আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারব।’

চলতি প্রিমিয়ার লিগে নিয়মিত রান করতে চান মুমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিয়মিত রান করতে চাই। সামনে আরও অনেকগুলো ম্যাচ আছে। সেখানে পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করানোর ইচ্ছেটাতো আছেই।’

২০১২ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুমিনুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তারা। যদিও নিজের অভিষেক ম্যাচে ব্যাট করা হয়নি।

অনেক দিন হয়ে গেল মুমিনুল ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নির্বাসিত। এমনভাবে তাকে নির্বাসিত করা হয়েছে যে সীমিত ওভারের কোথাও দেখা যায় না এই তারকাকে।

ইদানিং টেস্টেও বড় স্কোর পাচ্ছেন না তিনি। তাইতো সর্বশেষ কলম্বোয় শততম টেস্টে একাদশের বাইরে ছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। পাবেনই বা কীভাবে! প্রায় একবছর বসে থাকার পর নিউজিল্যান্ডে টেস্ট খেলার জন্য ডাক পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই তো তার ব্যাটে মরিচা ধরবে। এখনও তিনি জাতীয় দলের বাইরে।

মুমিনুলের ‘যুদ্ধ’ চলছেই এর আগে মুমিনুল অনেকবার বলেছেন, ওয়ানডে ফেরা নিয়ে তার চিন্তা না থাকার কথা। আবারও বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এসব নিয়ে আমি ভাবি না। টেস্ট খেলছি, ওখানেই মনোযোগ ধরে রাখতে চাই। ওখানে রান করতে পারলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টতেও একদিন সুযোগ আসবে।’

গত মাসে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ শেষে দেশে ফিরে আসেন তিনি। ইমার্জি কাপে অংশ নিয়ে চেনা ছন্দে ফেরেন মুমিনুল। ওখানে চার ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে ১৫৭ রান করেন এই ব্যাটসম্যান।

এর পর ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকেই রানের মধ্যে আছেন মুমিনুল। চার ম্যাচে এক সেঞ্চুরিতে তার রান ২২৮। বুধবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১২০ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তার সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে অলআউট হলেও গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। খেলেছেন চোখ আর মনকে প্রশান্তি দেওয়া তার সব ড্রাইভ, ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের ছটা। পুল শটে ফুটে উঠেছে শৌর্য, একেকটি লফটেড শট প্রমাণ দিয়েছে সাহসিকতার।

এই মুমিনুল এখন উপেক্ষিত। এমন কী টেস্ট ক্রিকেটেও! টি-টোয়েন্টি হয়তো ছক্কা-চারের খেলা। সেই ধুম-ধারাক্কা ক্রিকেটে মুমিনুল যান না। এমন কথা ক্রিকেট পাড়ায় অহরহ চলে। এমনকি জাতীয় দলের কোচ হাথুরুসিংহে নিজেই মুমিনুলকে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যাটসম্যান মনে করেন না। তাইতো টিম কম্বিনেশনের নামে দলে থাকলেও মাঠে নামা হয়নি মুমিনুলের। আর যদিও সুযোগ পেয়েছেন পজিশন ঠিক থাকেনি। খেলেছেন ৯ নম্বরেও!

সমুদ্র শহর কক্সবাজারের ছেলে তিনি, কিন্তু সাগরের মতো ঠিক উচ্ছ্বল-উত্তাল-পল্লবিত নন। খানিকটা মুখচোরা স্বভাবের। নির্জনে নিজের মতো থাকাই তার পছন্দ, মিছিলের ভিড়েও যিনি অন্যের আড়ালে নিজেকে লুকোতে চান। তবে লুকিয়ে থাকলেও যুদ্ধটা প্রকাশ্যেই করছেন লড়াকু মুমিনুল।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!