X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টাইন ফুটবল প্রেসিডেন্টকে একহাত নিলেন বাউসা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১৬:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৩২

বাউসা গত মার্চে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লাউদিও তাপিয়া। এর পর থেকে জাতীয় দলের ওই সময়ের কোচ এদগার্দো বাউসার ভবিষ্যত নিয়ে শুরু হয় নানা কথা। শুরুতে শোনা গিয়েছিল বাউসার ওপর ভরসা রাখছেন নতুন প্রধান, কিন্তু বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব হারের পর তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর ক্ষুব্ধ বাউসা জানালেন, মূর্খের হাতে পড়েছে আর্জেন্টিনার ফুটবল।

আর্জেন্টিনার সাবেক কোচের দাবি, গুজব ছড়িয়ে তাকে সরানোর চেষ্টা করেছিল এএফএ’র নতুন নেতৃত্ব। মার্চের শেষদিকে তাপিয়া নির্বাচিত হওয়ার পর থেকেই বাউসা বুঝতে পারেন তার সময় ফুরিয়ে গেছে। তার মতে, ফুটবলের কিছুই জানে না তাপিয়া ও তার শ্বশুর ভাইস প্রেসিডেন্ট হুগো মোয়ানো। তারা দুজনেই আর্জেন্টাইন ট্রাকার্স ইউনিয়নের সঙ্গে জড়িত।

লা ক্যাপিতালকে এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী বলেছেন, ‘তারা দায়িত্ব নেওয়ার আগেই আমি জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলাম। তারা আমাকে আগে ছাঁটাই করেনি কারণ আমরা চিলিকে (বলিভিয়া ম্যাচের আগে) হারালাম। যদি না জিততাম, আমাকে আগেই ছুঁড়ে ফেলা হতো।’ তাপিয়ার কড়া সমালোচনা করে বাউসা আরও বলেছেন, ‘আমরা যখন ‍ফুটবল নিয়ে কথা বললাম তখন (তাপিয়া) আমাকে কিছু বলেনি। কারণ ফুটবল সম্পর্কে তাদের ধারণা নেই। তারা ট্রেড ইউনিয়নিস্টস।’

শুরুতে গুজব ছড়িয়ে তাকে সরানোর চেষ্টা করেছিল তাপিয়া, জানালেন বাউসা। তবে ওই চেষ্টায় পেরে না উঠে হুট করে তাকে বরখাস্ত করা হয়েছে।

অবশ্য বাউসাকে জবাব দিতে খুব বেশি সময় নেননি নতুন প্রেসিডেন্ট। গত বুধবার কনমেবোলের অধিবেশনে তাপিয়া বলেছেন, ‘ভালো মানুষরা একান্তে কথা বলে। আমার সঙ্গে কথা বলার সুযোগ ছিল তার। কিন্তু সে আমাকে কোনও কিছু বলেনি।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
বিলাইছড়িতে বিশেষ সেনা অভিযান, অস্ত্রসহ আটক ৮
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
‘প্রচণ্ড গরমে গায়ের চামড়া যেন পোড়াচ্ছিল'
রেসিপি: চিকেন কিমা পুরি
রেসিপি: চিকেন কিমা পুরি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’