X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘রিয়াল ভীতি নেই অ্যাতলেতিকোর’

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১২:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১২:৪৭

রামোসকে পেছনে ফেলে ছুটছেন তোরেস চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চোখ রেখে আগামী ২ মে মুখোমুখি হবে মাদ্রিদের দুই নগরপ্রতিদ্বন্দ্বী। ২০১৪ ও ২০১৬ সালের দুই ফাইনালিস্ট এবার প্রতিদ্বন্দ্বিতা করবে সেমিফাইনালে। টানা দ্বিতীয় শিরোপার আশা টিকিয়ে রাখার লক্ষ্য থাকবে রিয়ালের, আর লিসবন ও মিলানো ফাইনালে হারের শোধ তুলে নিতে চাইবে অ্যাতলেতিকো। এ যেন এক ‘মহারণ’। তবে শক্তিশালী রিয়ালকে নিয়ে মোটেও ভীত নয় দিয়েগো সিমিওনির শিষ্যরা। ইউরোপীয় সাক্ষাতের আগে প্রতিপক্ষকে সতর্ক করে রাখলেন অ্যাতলেতিকোর তারকা ফার্নান্দো তোরেস।

রিয়াল টুর্নামেন্টের ফেভারিট স্বীকার করলেন স্প্যানিশ তারকা। তাই বলে জয় যে রোনালদো-বেনজিমাদের পক্ষে যাবে সেটা মানতে পারলেন না তোরেস। ২০১১-১২ মৌসুমের সেমিফাইনালের কথা স্মরণ করলেন তিনি। ওই সময় তার দল চেলসি আন্ডারডগ হয়ে মুখোমুখি হয়েছিল ফেভারিট বার্সেলোনার। দুই লেগের অগ্রগামিতায় ৩-২ এ ফাইনালে উঠেছিল ব্লুরা, আর বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে নেয় তারা। এবার একই রকম ‘অঘটন’ অ্যাতলেতিকোর পক্ষে যেতে পারে বিশ্বাস তোরেসের।

ক্লাব ফাউন্ডেশনের এক ইভেন্টে ৫ বছর আগের ঘটনা সাংবাদিকরা মনে করিয়ে দিতেই তোরেসের আত্মবিশ্বাসী বক্তব্য, ‘এটা সত্যি যে ফেভারিট বলে কথা আছে এবং ওই সময় চেলসির বিপক্ষে বার্সা ছিল ফেবারিট। ওই ম্যাচ উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করে। আর রিয়াল মাদ্রিদ যে কোনও দলের বিপক্ষে ফেভারিট। কিন্তু আমরা জানি আমাদের সামর্থ্য এবং যে কোনও দলের বিপক্ষে আমরা লড়তে পারি। কাউকে ভয় করি না আমরা।’

রিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠাই এখন অ্যাতলেতিকোর একমাত্র লক্ষ্য। স্পেনের বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘এটা খুব কঠিন হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আরেকটি ফাইনালে উঠতে পারব। সেরা একটি দলের বিপক্ষে খেলব এবং লক্ষ্য থাকবে জিতে ফাইনালে ওঠার।’

এ লিগ মৌসুমে সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে ১-১ গোলে ড্র হয়েছিল। এর আগে ভিসেন্তে ক্যালদেরনের মুখোমুখি লড়াইয়ে রিয়াল জিতেছিল ৩-০ গোলে। সূত্র- গোলডটকম, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ