X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিদায় সংবর্ধনাকে আফ্রিদির ‘না’

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৫:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৫:০৩

শহীদ আফ্রিদি গত সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ‘আকুতি’ জানিয়েছিলেন শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটকে যেন মনমতো বিদায় জানাতে পারেন এজন্য একটি বিদায়ী ম্যাচ খেলতে চেয়েছিলেন এ অলরাউন্ডার। ‘একটি বিদায়ী ম্যাচ আমার অধিকার।’- বলেছিলেন আফ্রিদি। কিন্তু প্রায় ছয় মাসেও বোর্ডের কাছে কোনও সাড়া না পেয়ে ‘বিদায়ী ম্যাচ’ ছাড়াই গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি। তবে বোর্ড কর্মকর্তাদের মন গলেছিল গত সপ্তাহে। নির্বাহী কমিটির সভাপতি নাজাম শেঠী তাকে ‘উপযুক্ত বিদায় সংবর্ধনার’ প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবেক অধিনায়ক।

গত রবিবার দুবাইয়ে দেখা করেছিলেন নাজাম ও আফ্রিদি। সেখানেই সাবেক অলরাউন্ডারকে বিদায়ী সংবর্ধনার প্রস্তাব দেন বোর্ডের ওই কর্মকর্তা। এছাড়া আফ্রিদিকে ভবিষ্যতে দেশের ক্রিকেটে অন্য কোনোভাবে অবদান রাখতে অনুরোধ করেন নাজাম।

প্রস্তাবটি নিয়ে কয়েকদিন চিন্তাভাবনা করার পর শুক্রবার এ বিষয়ে মত দিলেন আফ্রিদি। টুইটারে বিনয়ের সঙ্গে বিদায় সংবর্ধনা নেবেন না জানালেন তিনি, ‘বিদায়ী সংবর্ধনার প্রস্তাব ও আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ নাজাম শেঠী। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত বিষয়ে অঙ্গীকারবদ্ধ থাকায় আমি এ প্রস্তাব গ্রহণ করতে পারলাম না।’

তবে মিসবাহ উল হক ও ইউনিস খানকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ায় বোর্ডের উপর সন্তুষ্ট আফ্রিদি। নিজেকে নতুন এ ধারা চালুর অগ্রপথিক মনে করছেন তিনি, ‘আমার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন ধারা চালু করা। আমি খুব খুশি মিসবাহ ও ইউনিস উপযুক্ত বিদায় পাচ্ছে। আশা করি ভবিষ্যতেও এ ধারা চালু থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ ও ইউনিস। সূত্র- বিজনেস রেকর্ডার, ডন

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট