X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বার্সা-রিয়ালের জন্যও ইংলিশ লিগ জেতা কঠিন’

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৮:৩৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:০৮

‘বার্সা-রিয়ালের জন্যও ইংলিশ লিগ জেতা কঠিন’ লা লিগা একটা সময় ছিল ‘দুই ঘোড়ার রেস’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বাইরে যেত না স্প্যানিশ লিগের শিরোপা। অ্যাতলেতিকো মাদ্রিদ নতুনভাবে জ্বলে ওঠায় গত কয়েক মৌসুম সেই রেসটা রূপ নিয়েছে ‘তিন ঘোড়ায়’। যদিও বার্সেলোনা ও রিয়ালের শক্তি স্পেনের অন্য যে কোনও দলের চেয়ে অনেক বেশি। কিন্তু যদি স্প্যানিশ দুই জায়ান্ট খেলতো প্রিমিয়ার লিগে, তাহলে? সেই প্রশ্নটা তুলেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। উত্তরটা দিয়েছেন আবার তিনি নিজেই; যেখানে তার মতে, ইংলিশ লিগ জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হতো বার্সেলোনা-রিয়ালের মতো ক্লাবকেও।

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে চলতি মৌসুমেই লিভারপুলে যোগ দিয়েছেন ক্লপ। শেষ হতে যাওয়া ২০১৬-১৭ মৌসুম ইংলিশ লিগে কাটিয়ে ওখানকার উত্তেজনা ও খেলার ধাঁচ সম্পর্কে সব ধারণাই পাওয়া হয়ে গেছে জার্মান কোচের। যে দাপটের সঙ্গে শুরু করেছিলেন লিভারপুলে, সেটা ধরে রাখতে পারেননি ২০১৭ সালের শুরুর দিকে। তার অধীনে প্রথম ১৯ ম্যাচের ১৩টি জিতে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করে অলরেডস সমর্থকরা। যদিও এ বছরের শুরুতে ৭ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় শেষ হয়ে যায় তাদের শিরোপা স্বপ্ন।

ডর্টমুন্ডে টানা দুটি বুন্দেসলিগা জেতা এই কোচ সেই অভিজ্ঞতা থেকেই জানালেন, বার্সেলোনা ও রিয়ালের জন্য কতটা কঠিন হতো ইংলিশ লিগের শিরোপা জেতা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে ক্লপের বক্তব্য, ‘এমনকি স্প্যানিশ লিগের গ্রেট ক্লাবগুলোকেও কঠিন পরীক্ষা দিতে হতো প্রিমিয়ার লিগ জিততে। অবশ্যই মাদ্রিদ ও বার্সা জেতার জন্য নিজেদের সবটা উজাড় করে দিতো, তবে কঠিন হতো।’

প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিচার করে সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াটা প্রায়ই দেখা যায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে। এই তো সবশেষ লা লিগার ম্যাচেও বার্সা ও রিয়াল নামিয়েছিল তাদের দ্বিতীয় পছন্দের দল। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ব্যাপারটি যে প্রিমিয়ার লিগে সম্ভব নয়, সেটাও জানালেন ক্লপ এভাবে, ‘প্রিমিয়ার লিগে আসলে কোনও কিছুই নিশ্চিত নয়। এখানে এমন একটা ম্যাচও পাবেন না, যেখানে আপনি খুব সহজে ৪-০ গোলে জিতবেন কিংবা প্রথম পছন্দের একাদশকে বিশ্রামে রাখবেন।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!