X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা চূড়ান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২১:১৯

‘অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা চূড়ান্ত’ নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের শেষ দিকে টেস্ট সিরিজ বাতিলের পর আর আলোর মুখ দেখেনি ওই সিরিজ। বিভিন্ন সময় নতুন সূচির কথা শোনা গেলেও অস্ট্রেলিয়া দল আর আসেনি বাংলাদেশে। প্রায় দুই বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভেন স্মিথদের আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

এই বছরই আসছে অস্ট্রেলিয়া, দুই টেস্টের সূচিও চূড়ান্ত বলে জানিয়েছেন নাজমুল। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পেভারের সঙ্গে তার কথায় সবকিছু চূড়ান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। দুবাইয়ে আইসিসির সভা শেষে নাজমুল অস্ট্রেলিয়ার আসার ব্যাপারে বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। অস্ট্রেলিয়ার যে প্রেসিডেন্ট, উনি আমাকে গত পরশু সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিষয়টি। প্রথম টেস্ট দেখতে তিনিও আসবেন বাংলাদেশে। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এবারই প্রথম কথা হলো আমার সঙ্গে।’

অস্ট্রেলিয়ার আসার ব্যাপারে অনেক খবরই শোনা গেছে বিভিন্ন সময়। কখনও শোনা গেছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে তারা, আবার এও শোনা গেছে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় অস্ট্রেলিয়া। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নাজমুল নিশ্চিত করলেন, ‘ওরা নিজেরাই কথা বলতে এসেছে। আর সিরিজটা হবে শুধু দুটো টেস্টের।’ আর সিরিজটা কবে হবে, সেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এভাবে, ‘অস্ট্রেলিয়া সিরিজের তারিখও ঠিক হয়েছে। দ্বিতীয় টেস্ট (কোরবানি) ঈদের তৃতীয় দিন হবে শুরু। মাঝখানে অবশ্য পাঁচ দিনের একটা বিরতি ছিল ঈদের কারণে, কিন্তু ওরা এই সময়টা বসে থাকতে চায় না। তাই আমরা বোর্ডে কথা বলে নিয়েছি, দুদিন ঈদের ছুটি হলে আমরা তৃতীয় দিন থেকেই খেলা শুরু করতে পারব। দরকার হলে আমরা ছুটি বাতিল করব।’ আর প্রথম টেস্টের ব্যাপারে বললেন, ‘ঈদের ছুটি শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে শেষ হবে প্রথম টেস্ট। ওভাবেই সূচি করা হয়েছে।’

এর আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার ব্যাপারে বিসিবি থেকে পাওয়া গিয়েছিল একটি তথ্য। সংস্থাটির নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সামনের আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।

২০০০ সালে টেস্ট মর্যাদার পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল পাঁচ দিনের ম্যাচ খেলতে। ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে সেই সফরের পর দুই বছর আগে তাদের আসাটা নিশ্চিতও হয়েছিল, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও