X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-আয়াক্স

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৭, ১১:৪৯আপডেট : ১২ মে ২০১৭, ১২:৩৫

লক্ষ্যভেদ করার পর ফেলাইনির গোল উদযাপন ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের ফাইনালে ‍মুখোমুখি হবে ডাচ জায়ান্ট আয়াক্সের। বৃহস্পতিবার রাতে দুই দল পার হয়েছে সেমিফাইনালের বাধা।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ছয়ে নেমে গেলেও আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে। এজন্য জিততে হবে একটি ম্যাচ। আগামী ২৪ মে সুইডেনের সোলনা এরেনায় চ্যাম্পিয়ন হতে পারলেই ইউরোপের শীর্ষ মঞ্চে লড়াইয়ের সুযোগ পাবে ইউনাইটেড।

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে সেল্তা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে ম্যানইউ। হারজিত না হলেও দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে হোসে মরিনহোর শিষ্যরা। ১৯৭১ সাল থেকে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথমবার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ম্যানইউ।

মাত্র ১৭ মিনিটে গোলমুখ খোলে ম্যানইউ। ডিবক্সের বাইরে থেকে মার্কুস রাশফোর্ড চমৎকার গোল বানিয়ে দেন। তার ভাসানো বলটি গোলপোস্টের খুব কাছে থেকে হেড করে লক্ষ্যভেদ করেন মারোনে ফেলাইনি। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রাশফোর্ড। বক্সে ঢোকার আগে জায়গা খুঁজতে কিছুটা সময় নেন তিনি, সুযোগ বুঝে তাকে বাধা দেন আলভারেস। সহজ জয়ের আভাস পেয়েছিল ম্যানইউ। কিন্তু খেলার শেষ ৫ মিনিট আগে ফাকুন্দো রোনকাগলিয়া লক্ষ্যভেদ করে সেল্তাকে সমতায় ফেরান।

৮৭ ও ৮৮ মিনিটে দুদলই ১০ জনের হয়ে যায়। সেল্তার গোলদাতা রোনকাগলিয়া ও ম্যানইউর এরিক বেলি লাল কার্ড দেখেন। শেষ মুহূর্তে সেল্তার জন গুইদেত্তি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলের সুযোগ নষ্ট করলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ভাগ্যিস প্রথম লেগে বড় জয় পেয়েছিল আয়াক্স। লিঁওর বিপক্ষে তারা দ্বিতীয় লেগ হেরে গেছে ৩-১ গোলে। মাত্র এক গোলে পিছিয়ে থাকায় ফাইনালে যাওয়ার ভাগ্য হয়নি লিঁওর। দুই লেগের অগ্রগামিতায় ৫-৪ গোলে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে আয়াক্স। প্রথম লেগ তারা ঘরের মাঠে জিতেছিল ৪-১ গোলে। ২১ বছর পর প্রথমবার কোনও ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে উঠল ডাচ দলটি। ১৯৯৬ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তারা টাইব্রেকারে হেরেছিল জুভেন্টাসের বিপক্ষে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নেমেছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!