X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘মেসিকে থামাতে পারে শুধু স্নাইপাররা’

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৪ মে ২০১৭, ১৮:৪৫

আগেরবারও লাস পালমাস থামাতে পারেনি মেসিকে লিওনেল মেসি এখন ফর্মের তুঙ্গে। গত পাঁচটি লিগ ম্যাচের চারটিতেই জোড়া গোল করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড। তাকে থামাতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিপক্ষ, কিন্তু ব্যর্থ সবাই। আজ রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় লাস পালমাস স্বাগত জানাবে তাদের। মেসিকে রুখতে কী পরিকল্পনা করছেন দলটির কোচ কুইক সেতিয়েন!

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ৫১ গোল করেছেন মেসি। চলতি মৌসুমে ন্যু ক্যাম্পে লাস পালমাস ৫-০ গোলে হেরে এসেছিল, যেই ম্যাচে এক গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারও তার দুরন্ত পারফরম্যান্সকে থামানো খুব কঠিন হবে দাবি করলেন সেতিয়েন। ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে রুখে দাঁড়াতে ‘ভয়ানক কৌশল’ নিতে হবে মনে করেন লাস পালমাসের কোচ। মেসি ও তার দলকে থামাবেন কীভাবে, রিপোর্টারদের এ প্রশ্নে সেতিয়েন বলেছেন, ‘স্ট্যান্ড থেকে কয়েকজন স্নাইপারকে ঠিক করে রাখতে হবে।’

মেসি, নেইমার ও সুয়ারেসের অদম্য আক্রমণভাগ নিয়ে লাস পালমাস কোচ বলেছেন, ‘যখন এরা সেরা ফর্মে থাকে তখন তাদের থামানো কঠিন। যখন মেসি, নেইমার ও সুয়ারেস একসঙ্গে থাকে তখন তাদের পারফরম্যান্স বহুগুণ বেড়ে যায়। কেউ তাদের থামাতে পারে না।’

সেতিয়েনের আশা তাদের মাঠে কোনও এক মুহূর্তে হোঁচট খাবে মেসি, সুয়ারেস ও নেইমারের আক্রমণভাগ। ওই সময়ের অপেক্ষায় থাকবেন কোচ। আর ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে জয়ই একমাত্র প্রত্যাশা তার।

গত মাসে বার্সেলোনা সফরের আগে ওসাসুনার কোচ পিটার ভাসিজেভিচ রসিকতা করে বলেছিলেন, মেসিকে থামাতে হলে হাতকড়া ও বন্দুক দরকার। ওই ম্যাচে হাতকড়া কিংবা বন্দুক কোনোটাই নিয়ে যায়নি ওসাসুনা, মেসির জোড়া গোলে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। বলার অপেক্ষা রাখে না যে সেতিয়েনও তাদের স্ট্যান্ডে স্নাইপার রাখতে পারবেন না। তাহলে ওসাসুনার মতো পরিণতিই কি ভোগ করতে হবে লাস পালমাসকে! উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টা পর। টেলিভিশন দর্শকরা ম্যাচটা সরাসরি উপভোগ করতে পারবেন টেন টু চ্যানেলে। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!