X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সেল্তাকে হারিয়ে রিয়ালের শিরোপার সুবাস

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৭, ০২:৫০আপডেট : ১৮ মে ২০১৭, ০৩:১৫

সেল্তাকে হারিয়ে রিয়ালের শিরোপার সুবাস লা লিগার শিরোপা জিততে শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট প্রয়োজন রিয়াল মাদ্রিদের। একটিতে জয় আর পরেরটিতে ড্র। এমন পরিসংখ্যান নিয়েই সেল্তা ভিগোর মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই লক্ষ্যে বড় ধাপই ফেললো স্প্যানিশ জায়ান্টরা। সেল্তাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখলো রিয়াল। শিরোপা জিততে আর এক পয়েন্ট দরকার রিয়ালের। আর পয়েন্ট টেবিলেও বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে তারা। ৩৭ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৯০। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৮৭। 

ঝড়ের কারণে এই ম্যাচটি আগে একবার স্থগিত হয়েছিল। নতুন সূচিতেই বুধবার রাতে সেল্তার মাঠে নামে জিদানের শিষ্যরা। যেখানে লা লিগায় চার অ্যাওয়ে ম্যাচের একাদশে না থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে ভেড়ান রিয়াল কোচ। রোটেশন নীতি মেনেই এমনটি করেছিলেন তিনি। সেই রোনালদোই খেলতে নেমে আগুনে ফর্মে খেলেছেন সেল্তার মাঠে। যাতে পুড়ে ছাই হয়েছে দলটি।   

রোনালদোর দাপটের দেখা মেলে খেলার ১০ মিনিটেই। ইসকোর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন। অবশ্য শুরুর দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ইসকোই। কিন্তু তাকে রনকাগ্লিয়া বাধা দিলে সেই বল গিয়ে পৌঁছে রোনালদোর সামনে। আর তাতেই লক্ষ্য ভেদ করেন রিয়ালের প্রাণভোমরা।

এই গোলের মধ্য দিয়ে ইতিহাসের অংশই হয়ে যান রোনালদো। ইউরোপীয় শীর্ষ ৫ লিগ মিলে সর্বোচ্চ স্কোরার এখন পর্তুগিজ এই তারকা। তার প্রথম স্কোরে গোলের সংখ্যা দাঁড়ায় ৩৬৭ তে। এই গোলে পেছনে ফেলেছেন জিমি গ্রেভসকে।   

এই অর্ধে পরে অবশ্য বেশ কিছু সুযোগ তৈরি করে সেল্তা ভিগো। তাদের স্প্যানিশ স্ট্রাইকার আসপাস ৩৬ মিনিটে সুযোগ তৈরি করলেও সেটি হয়-সাইড নেটিং। 

এরপর দ্বিতীয়ার্ধেও জাল কাঁপান পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ৪৮ মিনিটে রোমান সুয়ারেসের পাওয়া বল থেকে দৌড়ে এগিয়ে যান ইসকো। তার সেই পাস থেকে ক্ষীপ্র গতিতে দৌড়ে জালে বল জড়ান রোনালদো।

আর দ্বিতীয় গোলের পর থেকেই মেজাজ হারিয়ে বসে সেল্তা। যার প্রমাণ  পাওয়া যায় ৬২ মিনিটে। বক্সের ভেতর রামোসের সঙ্গে চ্যালেঞ্জ না পেরে মাটিতে পড়ে যান আসপাস। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ স্ট্রাইকারকে।

১০ জনের দলে পরিণত হওয়া এই দলটাই যেন ৬৯ মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে আসে। একটি গোল শোধ করে বসে সেল্তা। গোল করেন গুইদেতি। যদিও এই গোলের উদযাপন ম্লান হয়ে যায় এক মিনিট পরেই। পাল্টা গোল করে স্কোর ৩-১ করেন করিম বেনজিমা।

শেষ দিকে রোনালদো বদলি হয়ে মাঠ ছাড়ার পর ৮৮ মিনিটে ব্যবধান ৪-১ করেন টনি ক্রুস।

/এফআইআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি