X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইতালিয়ান কাপ দিয়ে শিরোপা জয় শুরু জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৭, ১৩:৪২আপডেট : ১৮ মে ২০১৭, ১৩:৪৮

জুভেন্টাসের শিরোপা উদযাপন বার্সেলোনা সমর্থকরা কি আফসোসে পুড়ছেন? তা পুড়তেই পারেন দানি আলভেসের অমন অসাধারণ পারফরম্যান্স দেখে। কী রত্নটাকেই না ছেড়ে দিয়েছে বার্সেলোনা! জুভেন্টাসের জার্সিতে এই ব্রাজিলিয়ান যেন হয়ে ওঠেছেন আরও ভয়ঙ্কর। গোল করাচ্ছেন না শুধু, নিজেও করছেন। করলেন যেমন লাৎসিওর বিপক্ষে বুধবার রাতের ম্যাচেও। যে গোলে ইতালিয়ান কাপের শিরোপা জয়ের পথ তৈরি হয়ে যায় জুভেন্টাসের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে রোমের ফাইনাল জিতে মৌসুমের প্রথম শিরোপায় হাত রাখে ‘তুরিনের বুড়িরা’।

এমন নয় যে অনেক দিন পর কোপা ইতালিয়ার (ইতালিয়ান কাপ) শিরোপা জিতল জুভেন্টাস। এবার দিয়ে টানা তৃতীয়বার জিতল ঘরোয়া কাপের শ্রেষ্ঠত্ব। যদিও লাৎসিওকে হারিয়ে জেতা শিরোপার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। কারণ ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে জুভেন্টাসই একমাত্র ক্লাব, যাদের সম্ভাবনা আছে ত্রিমুকুট জয়ের। লিগ শিরোপায় এক হাত দিয়ে রাখা জুভ উঠে আছে আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।

তিন শিরোপার প্রথমটি নিশ্চিত করেছে তারা দুই ডিফেন্ডারের লক্ষ্যভেদে। ম্যাচ ঘড়ির ১২তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন আলভেস। বক্সের ভেতর থেকে করা তার ভলি আশ্রয় নেয় লাৎসিওর জালে। মিনিট ১২ পর আবারও গোলোৎসব, এবার স্কোরশিটে নাম তোলেন লিওনার্দো বনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বল পায়ের আলতো ছোঁয়ায় জড়িয়ে দেন জালে। ম্যাচের ২৪ মিনিটেই নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের কাপ শিরোপা।

টানা তৃতীয় কাপ শিরোপা জেতা জুভেন্টাস সামনেই সপ্তাহে নামবে টানা ষষ্ঠ স্কুদেত্তোর সন্ধানে। ঘরের মাঠে ক্রোতোনেকে হারাতে পারলেই মৌসুমের দ্বিতীয় শিরোপা নিশ্চিত হবে তাদের। কাপ জেতার পর এখন ওই ম্যাচেই নজর কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির, ‘অসাধারণ ম্যাচের জন্য ছেলেরা প্রশংসার দাবিদার। প্রথমার্ধটা ছিল অসাধারণ। এখন আমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে, ক্রোতোনের বিপক্ষে ম্যাচটি দিয়ে (লিগ) শিরোপা নিশ্চিত করতে চাই।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি