X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আমি ভালো করতে পারিনি : মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৫:০২আপডেট : ১৮ মে ২০১৭, ১৫:১৬

আমি ভালো করতে পারিনি : মাশরাফি তিন হাফসেঞ্চুরির পরও ২৫৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বোলারদের ওপর তার চাপ ছিল শুরু থেকেই। যতই নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল হোক, আয়ারল্যান্ডের কন্ডিশনে স্কোরটা খুব একটা কঠিন ছিল না কিউইদের জন্য। বোলিংয়ে বাংলাদেশের দরকার ছিল তাই দারুণ শুরু। যেটা এনে দিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। ৪ উইকেটে হারের পর তাই নিজেকেই দুষলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বোলিং আক্রমণে শুরুটা করেছিলেন মাশরাফি ও সাকিব আল হাসান। এক পাশে পেস, অন্য পাশে স্পিনারের এই পরিকল্পনা অবশ্য কাজে আসেনি। কিউই ব্যাটসম্যানদের তোপের মুখে পড়ে মাশরাফিকে দুই ওভার করেই সরে যেতে হয়। শুরুতে যেখানে ‍উইকেটের দরকার ছিল, সেখানে বোলিং পরিবর্তন করতে হয় বাংলাদেশকে! ৬.৩ ওভারে ৫৮ রান খরচ করে ১ উইকেট পাওয়া মাশরাফি তাই নিজের দোষ স্বীকার করে নিলেন ম্যাচের পর সংবাদ সম্মেলনে, ‘খুব ভালো হতো যদি আমরা শুরুতেই উইকেট তুলে নিতে পারতাম। যদিও পারিনি। সাকিবের শুরুটা ভালো ছিল, কিন্তু আমি ভালো করতে পারিনি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। অনেকটা সময় ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির লিগে সানরাইজার্স হায়দরাবাদের বেঞ্চ গরম করা এই পেসার আয়ারল্যান্ডের বিপক্ষেও বল করতে পারেননি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই বড় একটা পরীক্ষা ছিল তার। যে পরীক্ষায় শতভাগ নম্বর নিয়ে উতরে গেছেন মুস্তাফিজ। ৯ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ২ উইকেট পাওয়া মুস্তাফিজের সঙ্গে আলো ছড়িয়েছেন রুবেল হোসেনও (২/৫৩)। এই দুই পেসারের প্রশংসা ঝরল মাশরাফির কণ্ঠে, ‘মুস্তাফিজের জন্য একটা পরীক্ষা ছিল, যেটা উতরে গিয়ে ও অসাধারণ বোলিং করেছে। রুবেলের বোলিংও ছিল দুর্দান্ত।’

হারলেও প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রশংসা করতে ভুল হয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের, ‘এই উইকেটে রান তোলাটা সহজ ছিল, যে জায়গায় নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা ছিল দুর্দান্ত। মিডল অর্ডারে ওরা ধারাবাহিকভাবে ছোট ছোট জুটি গড়েছে। ওই জুটিগুলোই আসলে গড়ে দিয়েছিল জয়ের ভিত।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…