X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ১০:৪০আপডেট : ১৯ মে ২০১৭, ১০:৪০

বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে এবার মাশরাফিদের সামনে আবারও আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে আজ শুক্রবার ম্যালাহাইডে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিয়েই মাঠে নামতে হচ্ছে লাল-সবুজদের।

ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি বিটিভি, মাছরাঙা, গাজী টেলিভিশনের ম্যাচটি উপভোগ করা যাবে।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নামার আগে এবারও সবুজে ঢাকা উইকেটের ব্যাপারটি বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশকে। তবে পেসবান্ধব উইকেট হলেও টিকে থাকলে রান আসবে, এমন উইকেটই থাকছে শুক্রবারের ম্যাচে। অন্য দুই ম্যাচের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আয়ারল্যান্ড আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ ঘরের মাঠে ভীষণ সফল, বিদেশের মাটিতে ততটা নয়। বিশেষ করে উপমহাদেশের বাইরে প্রত্যাশা মতো অনুযায়ী সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে উদ্বোধনী ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ২টি করে পয়েন্ট পায় দুই দল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারে বাংলাদেশ।

বৃষ্টির শঙ্কা নিয়ে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে তাই জিততেই হবে টাইগারদের। পরাজিত হলে সিরিজে যেমন পিছিয়ে পড়বে বাংলাদেশ ঠিক তেমনি র‍্যাংকিংয়ে পিছিয়ে গিয়ে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও বাড়বে শঙ্কা। যদিও আইসিসি প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯০ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানেই রয়েছে মাশরাফির দল।

শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে মুস্তাফিজ ছাড়া কেউই সফল হত পারেনি। বোলারদের ফিরে আসতে হবে খুব ভালো করেই। অন্যদিকে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।

একাদশে একটি পরিবর্তন আসতে পারে। সাব্বির রহমানের বদলে নাসির হোসেন কিংবা ইমরুল কায়েসের ঢুকে পড়ার ছোট্ট একটা সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে ওয়ান ডাউনে অনেকদিন ধরেই রান পাচ্ছেন না সাব্বির।

টাইগারদের বেশিরভাগ খেলোয়াড়ই ম্যাচের আগের দিন বৃহস্পিতবার অনুশীলন করেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলো পুরো একাদশই হোটেলে হয়ে কাটিয়েছেন পুরো দিন। এদিন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একাদশের বাইরের ৭ জন খেলোয়াড় নিয়ে কোচিং স্টাফরা ব্যস্ত থেকেছেন।

দলের ম্যানেজার জালাল ইউনুস জানিয়েছেন, ‘ঠাণ্ডার মধ্যে ছেলেদের ঐচ্ছিক অনুশীলন ছিল। যারা একাদশের বাইরে ছিল, তারাই অনুশীলন করেছে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা