X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট: কাকা

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৭, ১৭:১৫আপডেট : ১৯ মে ২০১৭, ১৭:১৫

কাকা তিনটি বিশ্বকাপ কেটে গেছে, ব্রাজিলের ষষ্ঠ শিরোপার অপেক্ষা আর ফুরোয়নি। দেশের মাটিতে গত বিশ্বকাপে তো বিশাল হারের লজ্জা নিয়ে সেমিফাইনালে ছিটকে গিয়েছিল তারা। তবে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার সেই গল্প এখন অতীত। তিতের অধীনে নতুন ব্রাজিল এগিয়ে চলেছে দুর্বার গতিতে। সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। সাবেক মিডফিল্ডার কাকার বিশ্বাস, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।

তিতের ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ ওরল্যান্ডো সিটির এ তারকা। বিশ্বকাপ বাছাইয়ে টানা ৮ ম্যাচ নেইমারদের জিততে দেখে মুগ্ধ তিনি। এক সাক্ষাৎকারে কাকা জানালেন তার অনুভূতির কথা, ‘ব্রাজিলিয়ান জাতীয় দলের জন্য অসাধারণ কাজ করছেন তিতে। আমি মনে করি আগামী বিশ্বকাপের জন্য খুব ভালো জায়গায় থাকবে ব্রাজিল।  শিরোপার জন্য ফেভারিট হিসেবেই তারা খেলবে। আমি তাদের দেখে খুব খুশি।’

গত দুই বছরে অনেক পথ পাড়ি দিয়েছে ব্রাজিল। ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানদের কাছে ৭-১ গোলে হারের লজ্জা ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স করেছে তারা। যদিও কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছে। এর পর বিশ্বকাপ বাছাইয়ে খুব ভালো হয়নি শুরুটা। প্লেঅফের বাইরে চলে গিয়েছিল তারা। কোপার শতবার্ষিকীতে তো গ্রুপ পর্বেই ছিটকে গেল, চাকরি হারালেন দুঙ্গা। তবে তিতে এসেই জাদুর পরশ বুলিয়ে দিলেন। ছয় নম্বরে থাকা ব্রাজিল টানা ৮ ম্যাচে এখন বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানে।

গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু করে কোপার শতবার্ষিকী পর্যন্ত ব্রাজিলের পারফরম্যান্সকে অন্যভাবে দেখছেন কাকা, ‘জাতীয় দলের জন্য এটা ছিল একটা খারাপ সময়। ব্রাজিলে আমরা এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। কারণ জাতীয় দলে সবসময় এরকম উত্থান পতন ছিল।’

দলের প্রাণভোমরা নেইমার, এটা অস্বীকার করার উপায় নেই। কাকাও করলেন না। তবে নেইমারের চাপ পাউলিনিয়ো, রবার্তো ফিরমিনিয়ো ও ফিলিপ কৌতিনিয়ো কমিয়ে এনেছেন বিশ্বাস তার। ২০০২ সালের ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপজয়ী তারকা বলেছেন, ‘নেইমার খুব ভালো খেলছে। সে দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু ব্রাজিল এখন আর শুধু নেইমার কিংবা একজনের ওপর নির্ভরশীল নয়। এখন দল অনেক ভারসাম্যপূর্ণ।’ সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা