X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আইপিএল টেন-তুমি কার?

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৭, ১৪:৩৯আপডেট : ২১ মে ২০১৭, ১৪:৪৯

হাস্যোজ্জ্বল স্টিভেন স্মিথ ও রোহিত শর্মা। শেষ হাসিটা থাকবে আজ একজনের মুখে ২০১৪ সালের প্রথম দিন, কুইন্সটাউনে উঠল ঝড়। যে ঝড়ে কোরে অ্যান্ডারসন ভেঙে দিলেন শহীদ আফ্রিদির গড়া ১৭ বছর আগের রেকর্ড। ৩৬ বলে শতক পূর্ণ করে নিউজিল্যান্ড অলরাউন্ডার বনে যান বিশ্বের দ্রুততম সেঞ্চুরির মালিক। ওই ম্যাচের পর প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়ে অ্যান্ডারসন ভারতের টি-টোয়েন্টির টুর্নামেন্টকে উল্লেখ করেছিলেন ‘সার্কাস’ বলে। সেই সার্কাসের দশম মৌসুম শেষের পথে। রবিবার রাতেই নিষ্পত্তি হয়ে যাবে ২০১৭ সালের আইপিএল শিরোপা যাচ্ছে কার ঘরে-মুম্বাই ইন্ডিয়ান্স নাকি রাইজিং পুনে সুপারজায়ান্টের।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮-৩০ মিনিটে উত্তেজনার ডালি সাজিয়ে বসবে আইপিএল ফাইনাল। ‘মহারাষ্ট্র ডার্বি’তে মুম্বাই নামবে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে, আর পুনে প্রথম ট্রফির সন্ধানে।

কাগজে-কলমে শক্তিশালী দল মুম্বাই। আগের দুটো শিরোপা আত্মবিশ্বাস জোগাচ্ছে রোহিত শর্মাদের। তবে প্রতিপক্ষ পুনে বলেই তাদের যত দুশ্চিন্তা। চলতি আসরে মুখোমুখি তিন লড়াইয়ের সবক’টিতেই যে পুনের বিপক্ষে হেরেছে মুম্বাই। সব মিলিয়ে পাঁচবারের সাক্ষাতে রোহিতদের জয় মাত্র একটিতে! তাই পরিসংখ্যানের দিকে নজর দিলে পুনে প্রথম শিরোপার স্বপ্ন দেখতেই পারে।

অভিজ্ঞ ও তারুণ্য শক্তির মিশ্রণে গড়া মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা, হরভজন সিং, কিয়েরন পোলার্ড, আম্বাতি রাইডু, লাসিথ মালিঙ্গা ইতিমধ্যে জিতেছেন দুটো করে শিরোপা। বিপরীতে গত আসরেই প্রথমবার আইপিএলে অংশ নেওয়া পুনে গড়েছে ভারসাম্যপূর্ণ দল। আছে মহেন্দ্র সিং ধোনি ও স্টিভেন স্মিথের মতো খেলোয়াড়; যারা নিজেদের ব্যাটিং সামর্থ্য দিয়ে তো বটেই সঙ্গে অধিনায়কত্বের মেধা দিয়ে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন ম্যাচের গতিপথ। যদিও দুশ্চিন্তায় ঠিকই কপালে ভাঁজ পড়ছে স্মিথের। বেন স্টোকস ও ইমরান তাহিরের মতো ম্যাচ জেতানো খেলোয়াড়দের পাচ্ছে না পুনে। দুজনই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে নিজ নিজ জাতীয় দলে যোগ দিয়েছেন।

যদিও চলতি আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড আত্মবিশ্বাস জোগাচ্ছে পুনেকে। কোয়ালিফাইয়ার ম্যাচে মুম্বাইকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। শিরোপা জয়ের মঞ্চ দিয়ে চতুর্থবারের সাক্ষাতেও একই ফল চাইবে স্মিথরা। সমান্তরালে বারবার হতাশ হয়ে মাঠ ছাড়া মুম্বাই নিশ্চিতভাবেই ভাগ্য বদলের জন্য নামবে মাঠে। তা তো বদলাতেই হবে, শিরোপা জয়ের মঞ্চ বলে কথা! আইপিএল ওয়েবসাইট

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!