X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইতালিতে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৭, ২১:০৯আপডেট : ২১ মে ২০১৭, ২১:২৪

ইতালিতে টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড জুভেন্টাসের রোমা এবার একটু শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল জুভেন্টাসের ডাবল হ্যাটট্রিক মিশনে। তবে আটকাতে পারেনি ‘দ্য ওল্ড লেডি’কে। ক্রোতোনের বিপক্ষে রবিবার ৩-০ গোলে জিতে এক ম্যাচ হাতে রেখে আবারও সিরি আ চ্যাম্পিয়ন হলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ২০১১ সালে অ্যান্তনিও কোন্তের হাত ধরে শুরু হয়েছিল এ সাফল্যের ধারা।

সিরি আ’র ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ষষ্ঠ মৌসুম ইতালিয়ান ফুটবলের রাজত্ব নিজেদের দখলে রাখল জুভেন্টাস। এর আগে টানা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল ইন্টার মিলানের। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা পাঁচবার শিরোপা জিতেছিল মিলানের ক্লাবটি।

ইতালিয়ান কাপ জয়ের পর শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা নিশ্চিত করতে মুখিয়ে ছিল জুভেন্টাস। বোলোগনার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায়নি তারা। আর তাই ক্রোতোনকে হারাতে উদগ্রীব ছিল গত পাঁচবারের টানা চ্যাম্পিয়নরা।

৩৭ ম্যাচে ২৮ জয় ও ৪ ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শিরোপার মুকুট মাথায় রাখল জুভেন্টাস। দুই নম্বরে থাকা রোমার পয়েন্ট ৮৪। শেষ ম্যাচে তাদের হারজিতে কোনও প্রভাব পড়বে না জুভদের উপর।

এনিয়ে রেকর্ড ৩৩ বার সিরি এ চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। সর্বাধিক শিরোপাজয়ীর তালিকায় তাদের পরে আছে এসি মিলান ও ইন্টার মিলান, দুই দলই ১৮ বার চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে।

২০১৪ সালে মিলান থেকে জুভেন্টাসে চুক্তি করার পর হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেলেন অ্যালেগ্রি। ৪৯ বছর বয়সীর কপালে এবার জুটতে পারে ট্রেবল। এজন্য আগামী ৩ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জিততে হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

রবিবার তুরিনে ক্রোতোনের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ১২ মিনিটে মারিও মানজুকিচের গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে তৃতীয় গোল করেন অ্যালেক্স সান্দ্রো। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!