X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, বাংলাদেশের শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৭, ২২:৫৬আপডেট : ২১ মে ২০১৭, ২২:৫৬

সেঞ্চুরি হাঁকানোর পথে ল্যাথাম চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে ত্রিদেশীয় সিরিজে পা রেখেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ভালো কিছুর ইঙ্গিত দিলেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। তবে দ্বিতীয় ম্যাচে মাশরাফি মুর্তজারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেই নিউজিল্যান্ড চার ম্যাচের টানা তিনটি জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। আয়ারল্যান্ডকে রবিবার ১৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ২৪ মে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিরিজ বিবেচনায় আগামী বুধবারের ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ম্যাচটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ হতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জেতার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা জয়ের চেয়ে ভালো আর কী হতে পারে মাশরাফি-সাকিবদের জন্য। তাই সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালেও বাংলাদেশ চাইবে শেষ ম্যাচটি জিততে।

৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। তাকে ঘিরে সতীর্থদের উদযাপন ডাবলিনে রবিবার সিরিজে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আয়ারল্যান্ড। শুরু থেকে তাদের চেপে ধরে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। টম ল্যাথাম সামনে থেকে নেতৃত্ব দেন। ১০৯ বলে সেঞ্চুরি করেন তিনি। শতক হাঁকানোর দুই বল পরে থামে তার ৯ চার ও ৪ ছয়ে সাজানো ১০৪ রানের ইনিংস।

রস টেলর ৬৪ বলে করেন ৫৭ রান। তবে শেষদিকে কলিন মুনরোর ঝোড়ো ইনিংস নিউজিল্যান্ডের স্কোরবোর্ডকে শক্তিশালী করে তোলে। ১৫ বলে তিনি ৩ চার ও ৪ ছয়ে ৪৪ রান করেন। ৫০ ওভারে কিউইরা ৬ উইকেটে করে ৩৪৪ রান।

আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও পিটার চেজ নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় স্বাগতিক ব্যাটসম্যানরা। ৪৮ রানের সেরা ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। গ্যারি উইলসনের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। মাত্র ৩৯.৩ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন ম্যাট হেনরি। দুটি করে পেয়েছেন কোরি অ্যান্ডারসন ও স্কট কুগেলেইন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক