X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি দলে উমরের জায়গায় হারিস

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৭, ২০:৪১আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৪১

হারিস সোহেল ২০১৫ সালের মে’তে সবশেষ খেলেছেন পাকিস্তান দলে। হাঁটুর চোটটা এমন আতঙ্ক ছড়িয়েছিল যে, ক্রিকেট ক্যারিয়ারটাই এলোমেলো হয়ে যায় হারিস সোহেলের। দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখা এই ব্যাটসম্যানের ভাগ্যের ছোঁয়ায় আবারও খুলে গেল পাকিস্তান জাতীয় দলের দরজা। তাও আবার কিনা চ্যাম্পিয়নস ট্রফির দলে! ফিটনেস পরীক্ষায় ‘ফেল’ করা উমর আকমলের জায়গায় সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে উমরকে। তার জায়গায় ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বেছে নিয়েছে হারিসকে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ার্ম-আপ ম্যাচের আগেই দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা তার।

পাকিস্তানের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন হারিস দুই বছর আগে। লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ওয়ানডেতে খেলেছিলেন হার না মানা ৫২ রানের ইনিংস। কিন্তু হাঁটুর মারাত্মক চোটটা মাঠ থেকে ছিটকে দিলে ক্যারিয়ার পড়ে যায় শঙ্কার মধ্যে। যদিও নিজের সাহস ও আত্মবিশ্বাস দিয়ে মাঠে ফিরে আসা হারিস আবার মন জয় করে নিলেন নির্বাচকদের। তাতে যদিও নিশ্চিতভাবে ‘ধন্যবাদ’ পাবেন উমর আকমল। কেননা চ্যাম্পিয়নস ট্রফির জন্য গত মাসে যে স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান, যেখানে তার জায়গায় হয়নি। এখন উমর আকমলের ফিটনেসে ঘাটতি থাকায় সুযোগ পেয়ে গেলেন হারিস।

আলো ছড়িয়ে ওয়ানডে ক্রিকেটে পা রাখা পাকিস্তানি এই ব্যাটসম্যান চতুর্থ ম্যাচেই খেলেন হার না মানা ৮৫ রানের ইনিংস। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। ধারাবাহিক পারফরম করা হারিস এখন পর্যন্ত খেলা ২১ ইনিংসে মাত্র চারটিতে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে, গড় তার ৪৩। ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের স্কোয়াড :

সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী, শাদাব খান।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা