X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শেষ করতে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ২৩:০২আপডেট : ২৩ মে ২০১৭, ২৩:০৪

ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে মাশরাফির বোলিং অনুশীলন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। জিতলেই টাইগাররা প্রথমবারের উঠে যাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের ৬ নম্বরে। মাশরাফি বিন মুর্তজা অবশ্য র‌্যাংকিংয়ের ভাবনা মাথায় আনছেন না। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের লক্ষ্য কিউইদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।

মঙ্গলবার ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুশীলন শেষে মাশরাফি বলেছেন,  ‘প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ ম্যাচ জিততে পারলে ভালো লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা। অবশ্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। তবু এই ম্যাচ জিতে ইংল্যান্ডে যেতে পারলে মানসিকভাবে উজ্জীবিত থাকবে ছেলেরা।’

আইপিএল শেষ করে তারকা খেলোয়াড়রা যোগ দিয়েছেন নিউজিল্যান্ড দলে।  মাশরাফি অবশ্য প্রতিপক্ষের শক্তি বৃদ্ধি নিয়ে ভাবছেন না, ‘আমাদের নতুন করে ভাবার কিছু নেই। ওদের কয়েকজন খেলোয়াড় আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছে। অন্যদিকে আমাদের সবাই শুরু থেকেই ছিল। সব পরিকল্পনা মাঠে যথাযথভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

একাদশে পরিবর্তন আসবে কিনা প্রশ্নে অধিনায়কের ‘কূটনৈতিক’ উত্তর, ‘ম্যাচ জিততে যা করা দরকার তা করতে হবে। ত্রিদেশীয় সিরিজে আমাদের দলে ১৮ জন খেলোয়াড় রয়েছে। এই ১৮ জন থেকেই ১১ জন খেলবে। জেতার জন্য যাদেরকে প্রয়োজন মনে হবে, তারাই মূল একাদশে থাকবে।’

কিউইদের বিপক্ষে বোলারদের কাছ থেকে একটু বেশিই প্রত্যাশা মাশরাফির, ‘শ্রীলঙ্কা সফর থেকেই বোলারদের মধ্যে কিছুটা ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। এটা অবশ্য স্বাভাবিক। কারণ উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। বেশিরভাগ ম্যাচেই কিন্তু আমরা ভালো বোলিং করেছি। আমার মনে হয় বোলাররা আগের ম্যাচের মতো খেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে।’

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ।  প্রস্তুতি নিয়ে মাশরাফির মন্তব্য, ‘সব মিলিয়ে ভালোই কেটেছে। তবে আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের কন্ডিশনের কোনও মিল নেই। সেজন্য চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে দুটি অনুশীলন ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে হবে। ওই দুটি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী