X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার হামলায় প্রোটিয়া শিবিরে উৎকণ্ঠা

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৭, ১২:১২আপডেট : ২৪ মে ২০১৭, ১২:২২

 নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানার পরেই হেডিংলিতে অনুশীলন করে প্রোটিয়ারা ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠেছে ম্যানচেস্টার। আর তাতেই উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে সেখানে অবস্থানরত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঝে। শুরুতে তারা বেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিলেন বলেই জানিয়েছেন দলটির ম্যানেজার মোহাম্মদ মুসাজি। তবে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিয়ে নিশ্চিয়তা দেওয়ায় আগের সেই অবস্থা কেটে গেছে।

সোমবার রাতে বোমার আঘাতে কেঁপে উঠেছে ম্যানচেস্টার। সেখানে মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় অনেক হতাহতের পর প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে টুর্নামেন্টকে ঘিরে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে এ নিয়ে নির্ভার থাকতে চান মুসাজি, ‘ছেলেরা এখনও অস্থিতিশীল অবস্থার মাঝে রয়েছে।  সকালের নাস্তার টেবিলে অনেক ধরনের আলোচনা হয়েছিল। তবে আমরা ইসিবির সঙ্গে এ নিয়ে যোগাযোগ রেখে চলেছি। তাদের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা নিশ্চয়তা দিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ব্যাপারে। এমনকি স্টেডিয়ামেও পুলিশি ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া অনুশীলন আর হোটেলেও একই ব্যবস্থা থাকবে।’

প্রোটিয়া শিবিরে উদ্বেগ থাকতেই পারে। কারণ ম্যানচেস্টারের কাছেই টেস্ট খেলার জন্য হোটেলে থাকতে হবে সফরকারীদের। আর এখানেই আপাতত তিন মাসের সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর তাই পুরো সফরে ইসিবির পক্ষ থেকে পূর্ণকালীন নিরাপত্তা কর্মকর্তা থাকবে প্রোটিয়াদের সঙ্গেই।  অবশ্য তাদের নিজস্ব নিরাপত্তা দলও থাকছে ইংল্যান্ডে।

প্রোটিয়াতের মতো একইভাবে ইংল্যান্ডের নিরাপত্তা অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দলের সার্বিক নিরাপত্তা নিয়ে ইতোমধ্যে আইসিসির কাছে বার্তা পাঠিয়েছে বিসিসিআই।  সেখানে দলটির সার্বিক নিরাপত্তা অবস্থা জানতে চাওয়া হয়েছে আইসিসির কাছে।  বিরাট কোহলির নেতৃত্বাধীন দল আজকেই ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ