X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টির বাধা পেরিয়ে আবাহনী-দোলেশ্বরের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ২১:১২আপডেট : ২৪ মে ২০১৭, ২১:১২

দুই ম্যাচের সেরা খেলোয়াড় লিটন দাস ও ইমতিয়াজ হোসেন প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ। বৃষ্টির আশায় সবাই তাকিয়ে আকাশের দিকে। এই গরমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা চলা উচিত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার সুপার লিগের প্রথম দিনেই অবশ্য শান্তির পরশ বুলিয়েছে বৃষ্টি। সাভারের বিকেএসপিতে বৃষ্টির বাধা পেরিয়ে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

দুই দলই জিতেছে ডি/এল মেথডে। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী ৬০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দোলেশ্বর জিতেছে ৪০ রানে। 

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করেছে আবাহনী। দলকে বিশাল সংগ্রহ এনে দিতে বড় অবদান লিটন দাস (৮৫), নাজমুল হোসেন শান্ত (৬৫) ও মোহাম্মদ মিঠুনের (৬০)। প্রাইম ব্যাংকের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও আরিফুল হক।

ডি/এল মেথডে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। তবে ৪৩.৩ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হার মানে তারা। মেহেদী মারুফ (২৮) ও জাকির হাসান (৫৫) ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন দলকে। এরপর নাহিদ ইসলাম (৪৩) আর অভিমন্যু ঈশ্বরনও (৪৩) চেষ্টা করেছিলেন। কিন্তু অন্যদের ব্যর্থতায় লক্ষ্যের ধারেকাছেও যেতে পারে নি প্রাইম ব্যাংক।

আবাহনীর পক্ষে মনন শর্মা তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম ও আফিফ হোসেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন তান্নার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৪৬ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে প্রাইম দোলেশ্বর। তান্নার ১০৯ বলে খেলা ১২৮ রানের আক্রমণাত্মক ইনিংসে চার ১৭টি আর ছক্কা ৪টি। দোলেশ্বরের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান শাহরিয়ার নাফীসের।

ডি/এল মেথডে ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪২.২ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। তানভীর হায়দার (৪৬), মাহবুবুল করিম (৪৪) ও প্রশান্ত চোপরা (৪৩) অনেক চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেন নি।

দোলেশ্বরের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন হাবিবুর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি ও চতুরঙ্গ ডি সিলভা।

/আরআই/এএআর/

 

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল