X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টাইব্রেকার জিতে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২২:৪৪আপডেট : ২৫ মে ২০১৭, ২২:৪৪

টাইব্রেকারে জয় নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম আবাহনীর উল্লাস শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। বৃহস্পতিবার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল তারা। তবে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচ টাইব্রেকারে নেয় তারা। যেখানে ৪-২ গোলে গতবারের সেমিফাইনালিস্টদের বিদায় করেছে চট্টগ্রামের দলটি।

প্রথমার্ধের ১-১ গোলের পর দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে আর কোনও দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন এলিসন ইডোকা, মাশুক মিয়া জনি, সোহেল রানা ও তৌহিদুল আলম। আর দাউদা সিসে ও বিশ্বনাথ ঘোষ শেখ রাসেলকে গোল এনে দিলেও গোলপোস্টের উপর দিয়ে ‍উড়িয়ে মারেন কাউসার রাব্বি ও উত্তম। এ দুজনের ব্যর্থতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয় উৎসব করে চট্টগ্রাম আবাহনী।

১১ মিনিটে মেহবুব হাসান নয়নের ভলিতে শেখ রাসেল ১-০ গোলে এগিয়ে যায়। আতিকুর রহমান মিশু ফ্রিকিক নিলে এলিটা বেঞ্জামিন হেড করেন, ডিবক্সে থাকা নয়নের শট জড়ায় আবাহনীর জালে। অবশ্য এ গোলের রেশ বেশিক্ষণ না কাটতেই তাদের জালে বল পাঠায় চট্টগ্রাম আবাহনী। তিন মিনিট পর গোলরক্ষক জিয়াউর রহমানের ভুলে সমতা ফেরায় তারা। বল জিয়ার হাত ফসকে গেলে ক্ষিপ্রতার সঙ্গে লক্ষ্যভেদ করেন জাহিদ হোসেন।

আগামী শনিবার শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা। ওই ম্যাচের বিজয়ী দলকে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে গত আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া চট্টগ্রাম আবাহনী।

আর শেখ জামালের বিপক্ষে শেষ চারে লড়বে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের লড়াইয়ে জয়ী দল। সেমিফাইনালের টিকিট পেতে শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই দল।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!