X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাম্পাওলিই হচ্ছেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৭, ২১:৩৬আপডেট : ২৬ মে ২০১৭, ২১:৪৩

হোর্হে সাম্পাওলি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) খুব করে চাইছে হোর্হে সাম্পাওলিকে, সাবেক চিলিয়ান কোচেরও স্বপ্ন দেশের কোচ হওয়ার; কিন্তু মাঝখান থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেভিয়া। স্প্যানিশ ক্লাবটির এক কথা বাইআউট ক্লজের পুরো টাকা পরিশোধ করে তবেই নিয়ে যেতে হবে সাম্পাওলিকে। জটিল হয়ে ওঠা পরিস্থিতি অবশেষে সহজ হলো দুপক্ষ সমঝোতায় পৌঁছায়। সেভিয়া জানিয়ে দিয়েছে, এএফএ’র সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে সমাঝোতায় পৌঁছেছে তারা। এই ঘোষণার মধ্য দিয়েই সাম্পাওলির আর্জেন্টিনার কোচ হওয়াটা নিশ্চিত হয়ে গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।

এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচ খুঁজছে আর্জেন্টিনা। প্রথম থেকেই তাদের পছন্দের তালিকার শুরুতে ছিলেন সাম্পাওলি। এএফএ’র নতুন সভাপতি ক্লাউদিও তাপিয়া নিশ্চিত করেছিলেন, সাম্পাওলিকে আনতে তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করবে। সেই চেষ্টাটা সফল হতে চলেছে। সেভিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘সেভিয়া ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনার কোচ হওয়ার ব্যাপারে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। প্রাথমিক ও প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে, তার স্বাক্ষর সামনের ১ জুনের মধ্যে অবশ্যই করতে হবে।’ চুক্তিতে দুপক্ষই সন্তুষ্ট বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

গত মৌসুমে সেভিয়াতে যোগ দেওয়া সাম্পাওলির বাইআউট ক্লজ ছিল ১.৫ মিলিয়ন ইউরো। ৫৭ বছর বয়সী সাম্পাওলিকে জাতীয় দলের কোচ করতে এএফএ’কে ঠিক কত খরচ করতে হচ্ছে, তা গোপন রেখেছে স্প্যানিশ ক্লাবটি। যদিও সেভিয়া সভাপতি হোসে কাস্ত্রো বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, সাম্পাওলির জন্য রিলিজ ক্লজের পুরো শর্তই পূরণ করতে হবে এএফএ’কে।

সেভিয়ার সব চাহিদা পূরণ হয়েছে বলেই তারা সাম্পাওলিকে ছাড়তে রাজি হয়েছে। এখন কেবল তার আর্জেন্টিনার কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ‘ইএসপিএন’-এর খবর অনুযায়ী ঘোষণা আসছে ১ জুন। ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা