X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১২:৪৫আপডেট : ২৭ মে ২০১৭, ১৪:২৮

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে মাশরাফিরা। যার প্রথমটিতে শনিবার বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

জয়ের আত্মবিশ্বাস নিয়ে শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় টাইগাররা। তাছাড়া এই পাকিস্তানের বিপক্ষেও তো আছে সুখস্মৃতি। মুখোমুখি লড়াইয়ে সবশেষ সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল সরফরাজ আহমেদদের। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ হলেও তাই পাকিস্তান মুখিয়ে থাকবে প্রতিশোধের জন্য।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি বলেছেন, ‘যদি আপনি কিছু করতে চান, তাহলে সে দিনটি আপনার করে নিতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। পাকিস্তান বরাবরই ভালো দল। যখনই আমরা তাদের বিপক্ষে খেলেছি, তারা আমাদের চেয়ে শক্তিশালী দল ছিল। তবে এটা এমনই একটি টুর্নামেন্ট যেখানে বড় দলগুলো চাপের মধ্যে থাকবে।’ পাকিস্তানকে সমীহ করলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশি পেসার, ‘পাকিস্তান খুবই ভালো দল, যারা যে কোনও দলকে গুড়িয়ে দিতে পারে। চ্যাম্পিয়নস ট্রফিতেও তাদের ভালো সুযোগ রয়েছে। তবে তাদের বিপক্ষেও আমাদের সুখস্মৃতি রয়েছে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেই ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ। কিন্তু কন্ডিশন ভিন্ন হওয়াতে মাশরাফি এই দুটি প্রস্তুতি ম্যাচের দিকে আছেন তাকিয়ে। ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, ‘আয়ারল্যান্ডের কন্ডিশন ও ইংল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। আমার মনে হয়ে দুটি প্রস্তুতি ম্যাচে আমাদের মানিয়ে নিতে হবে। আশা করি ছেলেরা মূল ম্যাচের আগে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী