X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ফিরে দেখা চ্যাম্পিয়নস ট্রফি

দুই ফাইনাল, চ্যাম্পিয়ন আসলে কে?

ফাহিম হোসেন মাজনুন
২৭ মে ২০১৭, ২২:২৩আপডেট : ৩০ মে ২০১৭, ২০:৫৫

শুরুটা ১৯৯৮ সালে। আইসিসি নকআউট ট্রফি নামে শুরু করা প্রতিযোগিতাটি পরবর্তী সময়ে রঙ-রূপ যোগ করে এখনকার চ্যাম্পিয়নস ট্রফি। জুনে উঠবে অষ্টম আসরের পর্দা। আগের সাত আসর কেমন ছিল, কার ঘরে উঠেছিল ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এ প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব- ইংল্যান্ডের আসর শুরুর আগে ফিরে দেখা যাক না একবার। ‘বাংলা ট্রিবিউন’-এর এই বিশেষ আয়োজনের তৃতীয় পর্বে থাকছে ২০০২ সালের প্রতিযোগিতা-

শিরোপা নিয়ে ভারতের উল্লাস ৩০ সেপ্টেম্বর, ২০০২। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিদায় করে ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ফাইনালকে ঘিরে তাই বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়েছিল উপমহাদেশের ক্রিকেট-ভক্তদের মনে। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টিতে সব উত্তেজনার সমাপ্তি! আইসিসির বিতর্কিত নিয়মকেও অবশ্য দায়ী করা যায়। দুই দিনেও ফাইনাল শেষ করা যায় নি। অগত্যা ট্রফি ভাগাভাগি করে নিয়েছিল দুই দল।

কয়েকটি পরিবর্তন- আগের দুই আসর সফল হলেও ২০০২ সালে কয়েকটি পরিবর্তন এনেছিল ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসি। আইসিসি নকআউট ট্রফি নয়, সেবার প্রতিযোগিতার নাম হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের সঙ্গে যে নাম এখনও যুক্ত।

আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দলের সংখ্যা বাড়িয়েছিল আইসিসি। ১২ দল অংশ নিয়েছিল সেবার। প্রিকোয়ার্টার ফাইনাল কিংবা নকআউটে নয়, তিনটি করে দল নিয়ে চার গ্রুপে লড়াই হয়েছিল। আর গ্রুপ চ্যাম্পিয়নরা পেয়েছিল সেমিফাইনালের টিকিট।

বাংলাদেশসহ দশটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে ওয়ানডে মর্যাদা পাওয়া কেনিয়া যোগ দিয়েছিল। দ্বাদশ দল ছিল ২০০১ সালের আইসিসি ট্রফিজয়ী নেদারল্যান্ডস। এতগুলো দলের অংশগ্রহণ হয়েছিল প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের কয়েক মাস আগে ১২ দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল।  

সাঙ্গাকারা ও জয়াসুরিয়া শক্ত জুটি গড়েছিলেন শুরুতে টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য ছিল টেস্ট মর্যাদা না পাওয়া দেশগুলোর জন্য তহবিল সংগ্রহ করা। এজন্য প্রথম দুই আসর বাংলাদেশ ও কেনিয়ায় আয়োজন করেছিল আইসিসি। কিন্তু তৃতীয়বার আয়োজক হয়েছিল শ্রীলঙ্কা। ‘তাহলে কি টেস্ট খেলুড়ে দেশের বাইরে ক্রিকেট আগ্রহ ও আস্থা অর্জন করতে পারছে না?’ এমন প্রশ্ন উঠেছিল ক্রিকেটবিশ্বে।

বিতর্কিত ফাইনাল- অনেক প্রশ্ন আর বিতর্ক নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের শেষটাও ছিল বিতর্কিত। শ্রীলঙ্কায় তখন বর্ষা মৌসুম। অর্থাৎ বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে আয়োজিত হয়েছিল এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। পাশাপাশি আইসিসির বিতর্কিত নিয়ম তো ছিলই। সাধারণত বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে যেখানে থেমেছিল, রিজার্ভ ডেতে সেখান থেকে শুরু হয় ম্যাচ। কিন্তু ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল রিজার্ভ ডেতে গড়ালেও খেলা শুরু হয়েছিল নতুন করে!

প্রথম দিন সনাৎ জয়াসুরিয়া (৭৪) ও কুমার সাঙ্গাকারার (৫৪) হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৪৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ভারত ২ ওভারে ১৪ রান করার পর বৃষ্টি শুরু হলে খেলা আর হতে পারে নি।

দুই ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও ভারতের হাতে শিরোপা ফাইনালের রিজার্ভ ডেতেও হানা দেয় বৃষ্টি। মাহেলা জয়াবর্ধনে ৭৭ রানের দারুণ ইনিংস খেললেও ৭ উইকেটে ২২২ রানে থেমে যায় স্বাগতিক শ্রীলঙ্কার ইনিংস। ৮.৪ ওভারে ১ উইকেটে ৩৮ রান করে ভালোভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু এরপর বৃষ্টির দাপটে ভেস্তে যায় খেলা। তাই শিরোপা ভাগ করে নেয় ভারত ও শ্রীলঙ্কা।

সেরা ও সর্বোচ্চ- টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার, কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩১৬ রান।

৫ ম্যাচে ২৭১ রান করে প্রতিযোগিতার সেরা ব্যাটসম্যান ছিলেন ভারতের ওপেনার বীরেন্দর শেবাগ।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল জিম্বাবুয়ের অ্যান্ড্রু ফ্লাওয়ারের। ভারতের বিপক্ষে ১৪৫ রান করেছিলেন তিনি।

৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা বোলার ছিলেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

প্রতিযোগিতার সেরা বোলিং ছিল অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রার, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫/৩৭।

এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!