X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ২২:৪৩আপডেট : ২৭ মে ২০১৭, ২২:৪৫

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চ্যাম্পিয়নস ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগারদের তিন সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড।  তিনটিই কঠিন প্রতিপক্ষ হলেও মাশরাফির দলকে নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওই কন্ডিশনে যারা ভালো খেলতে অভ্যস্ত, তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। সেদিক থেকে দেখলে চ্যাম্পিয়নস ট্রফি আমাদের জন্য একটু কঠিন। এই টুর্নামেন্টে ভালো করতে দলীয় পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেওয়া দরকার। সব বিভাগে সেরাটা দিতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

টুর্নামেন্টে ভালো করার জন্য প্রথম ম্যাচকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন নাজমুল হাসান, ‘চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা ইংল্যান্ডে অনেক দিন খেলি না।’

বিসিবি সভাপতির মতে, বড় স্কোর গড়ে প্রতিপক্ষের দ্রুত উইকেট তুলে নিতে পারলে সাফল্য আসবেই, ‘আগে ব্যাটিং করলে ৩০০ এর কাছাকাছি রান করতে হবে। এরপর শুরুতেই ব্রেক থ্রু প্রয়োজন। বোলিংয়ে ভালো সূচনার জন্য আমাদের দলে মাশরাফি-মোস্তাফিজ রয়েছে।’

বোলারদের প্রতি আস্থা রাখলেও কয়েকজন ব্যাটসম্যানের ওপরে তেমন সন্তুষ্ট নন নাজমুল হাসান। বিসিবি সভাপতি বলেছেন, ‘গত কিছুদিন ধরে তামিম অসাধারণ খেলছে। তবে সৌম্যর টেকনিকে সমস্যা আছে, তাছাড়া সে অধৈর্য। সাব্বির তো আরও অধৈর্য।’ অবশ্য পরের ব্যাটসম্যানদের প্রতি আস্থা আছে তার, ‘এরপর মুশফিক আছে, রিয়াদ আছে, সৈকত আছে। সাকিব তো একাই ম্যাচ জেতাতে পারে। সে ভালো ফর্মেও আছে। আমার বিশ্বাস ভালো কিছুই হবে।’

বাংলাদেশ যে এখন ক্রিকেট-বিশ্বের সমীহজাগানো শক্তি, বিসিবি সভাপতির কথায় তা ফুটে উঠেছে আবারও, ‘আমি মনে করি বর্তমান দলটা যোগ্য এবং ভারসাম্যপূর্ণ। তারা প্রতিপক্ষ নিয়ে অনেক কিছু জানে। সব মিলিয়ে বাংলাদেশ খুব ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ দল এখন কাউকে ভয় পায় না। এখন আমরা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে জিতছি।’

চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানের আসার কথা বাংলাদেশ সফরে। তবে পাকিস্তান না এলেও তাদের জায়গায় অন্য কোনও দলকে আনার পরিকল্পনা নেই বিসিবির। এ প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য, ‘ওদের জায়গায় অন্য কোনও দলকে নিয়ে আসার পরিকল্পনা আপাতত নেই। ক্রিকেটাররা টানা খেলার মধ্যে রয়েছে। তাদের বিশ্রাম দরকার। আর আমাদের পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে কোনও কথা হয় নি। শুধু বলতে পারি, সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

/আরআই/এএআর/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী