X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এনরিকেকে বার্সেলোনার বিদায়ী উপহার

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৭, ০৩:৪৪আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:১৮

দারুণ গোলের পর মেসির উদযাপন ২০১৫ সালে লুই এনরিকের প্রথম মৌসুমে ট্রেবিল জিতেছিল বার্সেলোনা। কিন্তু তার শেষ মৌসুম সেভাবে রাঙাতে পারেনি কাতালান জায়ান্টরা। অবশ্য বার্সায় এনরিকের শেষ ম্যাচটা হলো বর্ণিল। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় ব্যর্থতার পর কোচকে অন্তত একটি শিরোপা উপহার দিয়ে বিদায়ে সফল হলো বার্সা। শনিবার লিওনেল মেসির জাদুতে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বার্সা ক্যারিয়ার এনরিকে শেষ করলেন তৃতীয় কোপা দেল রেসহ ৯টি শিরোপা জিতে।

এবার চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছিল বার্সেলোনাকে। আর লা লিগায় ৩ পয়েন্টের জন্য শিরোপা ধরে রাখতে পারেনি তারা, হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদের কাছে। সান্ত্বনা নিয়ে মৌসুম শেষ করার একমাত্র সুযোগ হিসেবে তারা দেখছিল কোপা দেল রে ফাইনালকে। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে খানিকটা তৃপ্তির সঙ্গে মৌসুম শেষ করল এনরিকের শিষ্যরা।

ভিসেন্তে ক্যালদেরনে স্টেডিয়ামে এটাই ছিল শেষ ম্যাচ। বার্সা ক্যারিয়ারের শেষ ম্যাচে পুরো দল নিয়ে সেখানে গিয়েছিলেন এনরিকে। যদিও নিষেধাজ্ঞার কারণে ম্যাচে ছিলেন না সের্হিয়ো রবার্তো ও লুই সুয়ারেস। তবে ইনজুরি শেষে এনরিকে ফিরে পেয়েছিলেন অ্যালেক্স ভিদাল, জেরার্দ পিকে ও হাভিয়ের মাসচেরানোকে। কাপ গোলরক্ষক হিসেবে জায়গা ধরে রেখেছিলেন জ্যাসপার সিলেসেন। মেসি ও নেইমারের সঙ্গে আক্রমণভাগ তিনি রেখেছিলেন পাকো আলকাসেরকে। এনরিকের এ আক্রমণভাগ হতাশ করেনি।

সুয়ারেসের শূন্যতা ঘুচিয়ে গোল পেয়েছেন আলকাসের। বাদ যাননি মেসি-নেইমার। তিনজনই গোলের খাতায় নাম লিখেছেন। তারা জ্বলে ওঠার আগে লক্ষ্যে প্রথম শট নেয় আলাভেস। ক্লাব ইতিহাসের প্রথম কোপা ফাইনালে ২৮ মিনিটে ইবাই গোমেজ অঘটন ঘটানোর চেষ্টা করেছিলেন। বার্সার গোলরক্ষক সিলেসেন ডানহাত দিয়ে পোস্টের বাইরে বল পাঠিয়ে দেন।

প্রথম আক্রমণের শিকার হয়ে বার্সা ঘুরে দাঁড়ায় ৩০ মিনিটে। নেইমারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে চোখ ধাঁধানো গোল করেন মেসি। ১৯৫০ সালে তেলমো জারার পর প্রথম খেলোয়াড় হিসেবে চারটি স্প্যানিশ কাপ ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন তারকা। আগামী জুনে মেসি তার ৩০তম জন্মদিন পালন করবেন ৩০টি শিরোপার স্বাদ নিয়ে। এনিয়ে ক্যারিয়ারের চতুর্থ কোপা দেল রে জিতলেন মেসি। অবশ্য তার গোলের আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি আলাভেস। ৩৩ মিনিটে ফ্রিকিক থেকে বাঁকানো শটে সিলেসেনকে পরাস্ত করেন থিও হার্নান্দেজ। ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল আলাভেস। কিন্তু মেসি জাদু ফুরিয়ে যায়নি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ ড্রিবলে পাকো আলকাসেরকে দলের তৃতীয় গোল বানিয়ে দেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৪৫ মিনিটে আন্দ্রে গোমেজের নিখুঁত পাসে ব্যাকপোস্টের সামনে থেকে খুব সহজে বার্সার দ্বিতীয় গোল করেছিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধে স্কোরের কোনও পরিবর্তন হয়নি। ৩-১ গোলে কোপার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বার্সা। ২০১৫ সালে অ্যাথলেটিক বিলবাও ও ২০১৬ সালে সেভিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালানরা। এনিয়ে ২৯তম কোপা ডেল রে জিতল বার্সা। এর আগেও টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিল তারা-  ১৯৫১, ১৯৫২ ও ১৯৫৩ সালে। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!