X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ ‘সম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৭, ১৭:৪২আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:৪২

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ ‘সম্ভব নয়’ দুই প্রতিবেশী দেশের সীমান্তে দিনে দিনে অস্থিরতা বেড়ে চলেছে। গত কয়েক মাসে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ভারত। এছাড়া দুই দেশের সীমান্তে নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটছে প্রায়। এমন অস্থিতিশীল অবস্থায় পাকিস্তানের বিপক্ষে কোনও ক্রিকেট সিরিজের সম্ভাবনা নাকচ করেছে ভারত।

সম্ভাব্য দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে দুবাইয়ে সোমবার ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাক্ষাত হওয়ার কথা ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা রাজিব শুক্লা নতুন করে পুরানো কথাই বলেছেন যে, সরকারের সম্মতি না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ ভারত খেলবে না। এএনআইকে তিনি বলেছেন, ‘আমরা বিজয় গোয়েলের সঙ্গে কথা বলেছিলাম। স্পষ্ট কথা হচ্ছে আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব শুধু আইসিসি টুর্নামেন্টে।’ আগামী ৪ জুন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের লড়াই হবে। শুক্লা সরকারের কোর্টে বল ঠেললেন, ‘সরকারের কাছ থেকে কোনও সাড়া না পাওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না।’

এদিন সকালেই ইউনিয়ন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এ ব্যাপারে কথা বলেছেন। পাকিস্তানের সঙ্গে বিরাজমান সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করেছেন তিনি, ‘আমি আগেই স্পষ্ট জানিয়েছি পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। কারণ পাকিস্তানিদের কাছ থেকে সন্ত্রাসবাদ না থামা পর্যন্ত দুই দেশের মধ্যে ক্রীড়াসম্পর্ক হতে পারে না। খেলা ও সন্ত্রাস কখনও পাশাপাশি চলতে পারে না।’ সূত্র- এনডিটিভি, এএনআই

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া