X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বার্সেলোনার নতুন কোচ ভালভারদে

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৭, ০০:০৯আপডেট : ৩০ মে ২০১৭, ০০:২২

এরনেস্তো ভালভারদে শেষ হলো সব জল্পনা-কল্পনা। বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটাই হলো সত্যি। বার্সেলোনা তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে এরনেস্তো ভালভারদের নাম। লুই এনরিকের রেখে যাওয়া চেয়ারে দুই বছরের চুক্তিকে বসতে যাচ্ছেন অ্যাথলেতিক বিলবাওয়ের সাবেক এই কোচ। সোমবার রাতে নতুন কোচ হিসেবে ভালভারদের নাম ঘোষণা করেছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

বার্সেলোনা প্রধান আগেই ঘোষণা করেছিলেন নতুন কোচের নাম তিনি ঘোষণা করবেন সোমবার। সেই অনুযায়ী ২০১৭-১৮ মৌসুমের জন্য ঘোষণা করেন ভালভারদের নাম। দ্বিতীয় মেয়াদে এই কোচ যোগ দিচ্ছেন বার্সেলোনায়। খেলোয়াড় হিসেবে ভালভারদে ন্যু ক্যাম্পে কাটিয়ে গেছেন দুই মৌসুম। কোচ ইয়োহান ক্রুয়েফের দলে ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত কাটানো সময়ে নামের পাশে যোগ করেছেন ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ও কোপা দেল রে’র শিরোপা। ক্রুইফের অধীনে খেলা ২৯ ম্যাচে করেছিলেন ১০ গোল।

দ্বিতীয় দফায় ফিরছেন তিনি কোচের ভূমিকায়। অ্যাথলেতিক বিলবাওয়ের কোচ হিসেবে নজর কাড়া ভালভারদের নাম শোনা যাচ্ছিল প্রথম থেকেই। গত মার্চে এনরিকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন তিনি। তার বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনের পালে আরও জোরেশোরে হাওয়া লাগে বিলবাওয়ের সঙ্গে চুক্তি নবায়ন না করায়। শেষ পর্যন্ত তার নামটাই ঘোষণা করেছেন বার্সেলোনা সভাপতি।

নতুন কোচের নাম ঘোষণার সময় বার্তোমেউ বলেছেন, ‘বার্সেলোনার নতুন কোচ হলেন এরনেস্তো ভালভারদে। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আজ (সোমবার) বিকেলে কথা বলেছি, জানিয়েছি আমাদের সিদ্ধান্ত; জবাবে বলেছেন তিনি ভীষণ খুশি, মুখিয়ে আছেন বার্সেলোনার কোচের চ্যালেঞ্জটা নেওয়ার জন্য।’ ভালভারদের সঙ্গে বার্সেলোনার চুক্তিটা হয়েছে দুই বছরের। বৃহস্পতিবার নতুন কোচকে পরিচয় করিয়ে দেওয়া হবেও জানিয়েছেন বার্সা প্রধান।

দুই দফা বিলবাওয়ে কাজ করা ভালভারদে গ্রিক দল অলিম্পিয়াকোসেও কোচিং করিয়েছেন দুইবার। এছাড়া এস্পানিওল, ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!