X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিয়ালকে সতর্ক করলেন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৬:০২আপডেট : ০৩ জুন ২০১৭, ১৬:১৫

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মহারণে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস। শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে প্রতিপক্ষ রিয়ালকে সতর্কবার্তা পাঠিয়ে রাখলেন জুভেন্টাস কোচ ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রি। দুই বছর আগের জুভেন্টাসের চেয়ে এই দলটি যে বেশি শক্তিশালী, সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি।

২০১৫ সালেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল জুভেন্টাস। যদিও বার্সেলোনার বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। বার্লিনের দুই বছর আগের ফাইনালের দলটির সঙ্গে বতর্মান দলের অনেক পার্থক্য বলে জানিয়েছেন অ্যালেগ্রি। এই দলটি অনেক বেশি গোছানো ও আত্মবিশ্বাসী। টানা ষষ্ঠ সিরি ‘এ’ জেতার পর ইতালিয়ান কাপের শিরোপা জিতে ত্রিমুকুটের অপেক্ষায় জুভেন্টাস। চক্র পূরণের পথে নামার আগে অ্যালেগ্রির বক্তব্য, ‘২০১৫ সালে আমরা ফাইনালে উঠলেও আমাদের প্রেরণার জায়গাটা খুব একটা শক্তিশালী ছিল না। বেশ কয়েক বছর চ্যাম্পিয়নস লিগে খারাপ করায় আমরা খুব একটা আত্মবিশ্বাসীও ছিলাম না। তাই জয়ের আশাও করিনি।’

যদিও দৃশ্যপটটা এখন বদলে গেছে ‍জুভেন্টাসের। ওই বছরের ফাইনালের পর গত বছরে দুর্দান্ত পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই সঙ্গে চলতি মৌসুমের ফাইনাল পর্যন্ত যাওয়ার সুখস্মৃতি আরও বেশি অনুপ্রাণিত করছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। রিয়ালের বিপক্ষে এই ম্যাচটি তাই আলেগ্রির চোখে একেবারে আলাদা। বদলে যাওয়া জুভেন্টাসের কথা স্মরণ করিয়ে দিয়ে রিয়ালকে সতর্কাবার্তাও যেন পাঠিয়ে রাখলেন তিনি, ‘এ বছরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গত বছর আমরা চ্যাম্পিয়নস লিগে ভালো করেছি, বায়ার্ন মিউনিখের বিপক্ষে (শেষ ষোলোতে) হেরেছিলাম শেষ মিনিটে। আমরা এখন বেড়ে উঠেছি। এবার ব্যাপারটা তাই একেবারে আলাদা, জুভেন্টাস অনেক উন্নতি করেছে।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা