X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘গোলমেশিন’ রোনালদোর সামনে ‘চীনের প্রাচীর’ বুফন

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৭:১৫আপডেট : ০৩ জুন ২০১৭, ১৭:২০

‘গোলমেশিন’ রোনালদোর সামনে ‘চীনের প্রাচীর’ বুফন কিছুতেই আটকানো যায় না তাকে। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোলের পর গোল করে হয়েছেন ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। ‘গোলমেশিন’ ক্রিস্তিয়ানো রোনালদো কোথায় থামবেন, বলা মুশফিল।

গোলের বৃষ্টি ঝরিয়ে এলেও তার সামনে এসে আত্মসমর্পণ করতে হয় বিশ্বসেরা খেলোয়াড়দের। লিওনেল মেসি, লুই সুয়ারেস ও নেইমারের মতো তারকারাও ১৮০ মিনিটে গোল করতে পারেননি তার বাধা টপকে। ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ানো জিয়ানলুইজি বুফন ৩৯ পেরিয়েও দুর্বার।

‘গোলমেশিন’ ও ‘চীনের প্রাচীর’ মুখোমুখি দাঁড়িয়ে গেলে কেমন হয়? ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে আকাঙ্খিত মুহূর্ত হতে পারে না আর। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে রোনালদো বনাম বুফনের সেই উত্তেজনাকর লড়াই নিয়ে হাজির হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। যেখানে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের শিরোপার গতিপথ ঠিক হয়ে যেতে পারে এই দুজনের পারফরম্যান্সেই।

সাফল্যময় ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনও জেতা হয়নি বুফনের। দুই বছর আগে ফাইনালে উঠলেও জুভেন্টাসের প্রতীক হয়ে ওঠা এই গোলরক্ষককে মাঠ ছাড়তে হয়েছিল মাথা নিচু করে। রোনালদোর অবস্থা আবার একেবারে বিপরীত। গত বছরই শেষবার ইউরোপিয়ান টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব জিতে নামের পাশে লিখেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

ইতিমধ্যে এবারের মৌসুমে দুটো শিরোপা হাতে তুলেছেন বুফন। টানা ষষ্ঠ সিরি ‘এ’ জেতার পর জুভেন্টাস ঘরে তুলেছে ইতালিয়ান কাপের শিরোপা। ত্রিমুকুট জেতার অপেক্ষায় থাকা জুভদের সাফল্যের পথে গোলবারের নিচে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইতালিয়ান অধিনায়ক। যদিও শনিবার রাতে দিতে হবে কঠিন পরীক্ষা। ঠেকাতে হবে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলের মালিক রোনালদোকে।

শনিবারের ফাইনালের আগে তারা একে অন্যের মুখোমুখি হয়েছেন চারবার। অতীত পরিসংখ্যান সামনে আনলে আত্মবিশ্বাসের পারদ আকাশে চড়ার কথা রোনালদোর। পর্তুগিজ যুবরাজ বুফনের বিপক্ষে গোল পেয়েছেন ৫টি। এখানেই শেষ নয়, মোট ১৩ শটের মধ্যে গোলমুখে রাখতে পেরেছিলেন রোনালদো ৬টি, যার ৫টিই জড়িয়েছেন জালে। অর্থাৎ বুফন মাত্র একবার প্রতিহত করতে পেরেছেন রিয়াল তারকার শট।

যদিও এবার বুফন আরও ধারালো। চ্যাম্পিয়নস লিগে ১০৭ ম্যাচে ৯৭ গোল হজম করা জুভেন্টাস গোলরক্ষক ৪৭ ম্যাচে বল জালে জড়াতে দেননি। তবে এবারের মৌসুমে নিজেকেই ছাপিয়ে গেছেন তিনি। ১১ ম্যাচে হজম করেছেন মাত্র ৩ গোল। যার মধ্যে ৮ ম্যাচে কোনও গোলই করতে দেননি প্রতিপক্ষকে!

কার্ডিফের ফাইনালে অবশ্য কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাকে। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা রোনালদো রয়েছেন যে ক্যারিয়ারের সেরা ফর্মে। ১৩৯ ম্যাচে ১০৩ গোল করা পর্তুগিজ যুবরাজ নকআউট পর্বে রয়েছেন ফর্মের তুঙ্গে। গ্রুপ পর্বে মাত্র ২ গোল পাওয়া ‘সিআরসেভেন’ শেষ চার ম্যাচে করেছেন ৮ গোল। যার মধ্যে আবার রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে করা হ্যাটট্রিক। শুধু গোল করা নয়, সতীর্থদের দিয়ে গোল করাতেও জুড়ি নেই তার। চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে সতীর্থদের দিয়ে ৩৩ গোল করিয়েছেন রোনালদো। পরিসংখ্যান বলছে প্রতি ৮৯ মিনিটে গোলের সঙ্গে জুড়ে আছে তার নাম।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও আলো ছড়িয়েছেন রোনালদো। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই গোল করেছেন তিনি ইতিমধ্যে। কার্ডিফে কি সংখ্যাটা বাড়ছে? বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে শুরু হওয়া ফাইনাল শেষে জানা যাবে উত্তর। এপি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি