X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে কোমর বেঁধে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৪:৩৬আপডেট : ০৬ জুন ২০১৭, ১৪:৩৬

নিউজিল্যান্ডের বিপক্ষে কোমর বেঁধে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার বদলে বাংলাদেশ দুই ম্যাচ শেষে স্বপ্ন দেখছে সেমিফাইনালের, তাদের স্বপ্ন দেখাল বৃষ্টি। এখন মাশরাফি মুর্তজারা প্রাণপণে চাইছে ইংল্যান্ড শেষ দুটি ম্যাচ জিতুক। তাহলে বাংলাদেশ শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলতে পারবে। ইংলিশদের জন্য প্রার্থণা করার সঙ্গে আগামী ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত লড়াই করতে চায় বাংলাদেশ। এ ম্যাচে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর স্মৃতি অনুপ্রেরণার হতে পারে তাদের জন্য।

মঙ্গলবার কার্ডিফে ইংল্যান্ড নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে, আর ১০ জুন তারা শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অস্ট্রেলিয়ার সঙ্গে পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট পাওয়ার পর মাশরাফির স্মৃতিতে ভাসছে ২০১৫ সালের বিশ্বকাপ। ব্রিসবেনে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বাংলাদেশ, যেটা তাদের পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

দুই বছর পর আবারও সেই একই প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের, আর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের ম্যাচের দিকে। মাশরাফি বলেছেন, ‘২০১৫ বিশ্বকাপের কথা মনে আসছে, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি পয়েন্ট পেলাম যেটা সত্যিই আমাদের সহায়তা করেছে। এবার আমরা সরাসরি সুযোগ পেয়েছি, নিউজিল্যান্ডকে হারাতেই হবে। তাই আমাদের কাজ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে কোমর বেঁধে খেলা, কী হবে সেটা কখনও কেউ জানে না।’

অস্ট্রেলিয়াও একই রকম সমীকরণের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের জিততেই হবে। মাশরাফি বলেছেন, ‘আজকের (সোমবার) ম্যাচের দিকে তাকান, আমি মনে করি অস্ট্রেলিয়া আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অস্ট্রেলিয়া ছিল একই অবস্থায়। আবহাওয়ায় কারও হাত নেই। দুই দলই একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে, ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনালে যাওয়ার সেরা সুযোগ আছে আমাদের।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়