X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হয়ে মোহামেডানের পাশে ঢাকা আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ২২:৩৮আপডেট : ০৬ জুন ২০১৭, ২২:৫৩

চ্যাম্পিয়ন হয়ে মোহামেডানের পাশে ঢাকা আবাহনী মোহামেডান না থেকেও চলে এলো ম্যাচ শেষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-ঢাকা আবাহনী মিলে গেল এক জায়গায়। ফেডারেশন কাপে এখন দুদলেরই সমান ১০ শিরোপা। মঙ্গলবার উত্তেজনাকর ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের দশম শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী।

দুই আবাহনীর ফাইনালের সব নাটক যেন জমা ছিল ৩৭তম মিনিটের পর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়ায় খেলা বন্ধ থাকে মিনিট দশেকের মতো। তাই প্রথামার্ধের ইনজুরি টাইমে যোগ হয় ৮ মিনিট। ওই সময়ের এক গোলেই আসলে শিরোপা থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। কারণ তার আগেই এক গোলের লিড নিয়ে রাখা ঢাকা আবাহনী প্রথমার্ধ শেষ করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

ঢাকা আবাহনীর গোলোৎসবের শুরুটা ৩৭তম মিনিটে, যখন নাবিব নেওয়াজের গোলে এগিয়ে যায় তারা। বাঁ প্রান্তে ডি বক্সের ভেতর থেকে নাবিবের নেওয়া শটটা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার কৃষ্ণ পদের পায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে। গোলরক্ষক মোহাম্মদ নেহালের অসহায় চোখে দেখা ছাড়া কিছু করার ছিল না আর।

গোলের মিনিট দুয়েক পরই খেলা বন্ধ হয়ে যায় ফ্লাড লাইট জটিলতায়। মিনিট দশেক বন্ধ থাকার পর শুরু হওয়া খেলায় যোগ হওয়া ৮ মিনিটের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আবার গোলোৎসবে মাতে ঢাকা আবাহনী। এবার স্কোরশিটে নাম তোলেন ইমন বাবু। গোলটা ছিল দেখার মতো। রায়হান হাসানের লম্বা থ্রো চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার হেড করলেও বিপদমুক্ত করতে পারেননি, সামনেই বল চলে আসা ইমন চমৎকার ভলিতে বল জড়িয়ে দেন জালে।

এখানেই শেষ নয়, দ্বিতীয়ার্ধের শুরুতেও চলে আবাহনীর দাপট। ৪৮ মিনিটে ওয়ালি ফয়সালের নিচু ক্রস নিজের নিয়ন্ত্রণে নিলেন এমেকা ডার্লিংটন, এরপর প্লেসিং শটে স্কোরশিটে নাম তোলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। তাতে ৩-০ গোলে এগিয়ে থাকা ঢাকা আবাহনী তখনই পেতে থাকে শিরোপার সুবাস।

যদিও ওই অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ তৈরি করেছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু পারেনি, সুযোগ নষ্ট করায়। সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলেন সাখাওয়াত হোসেন রনি। ফাঁকায় পেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। তৌহিদুল আলম সবুজও পারেননি সুযোগ কাজে লাগাতে। শেষ পর্যন্ত ৮১ মিনিটে সুযোগ আসে তাদের, যখন নেওয়াজ নিজেদের বক্সে চট্টগ্রাম আবাহনী ফরোয়ার্ড অ্যালিসন উডোকাকে ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। নাইজেরিয়ান ফরোয়ার্ড স্পট কিক থেকে লক্ষ্যভেদ করলে ওই গোলটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে চট্টগ্রাম আবাহনীর।

ঢাকা আবাহনীর তখন অপেক্ষায় ছিল শেষ বাঁশি বাজার। রেফারির সেই বাঁশি বাজতেই ঐতিহ্যবাহী ক্লাবটির উন্মাদ উদযাপন। দশম শিরোপা জেতা বলে কথা!

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী