X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোনালদোর জোড়ায় জিতল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৭, ১৫:১৯আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:২০

জোড়া গোল করেছেন রোনালদো লাটভিয়ার বিপক্ষে শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের ৩-০ গোলের জয়ে দুটি গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্য গোলেও ছিল তার অবদান।

প্রথমার্ধে লাটভিয়া গোলরক্ষক আন্দ্রিস ভানিনসের কাছে দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর কয়েকবার ফাউলের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনালদো। যার বহিঃপ্রকাশ ঘটে বিরতিতে যাওয়ার চার মিনিট আগে। হোসে ফন্তের শট গোলপোস্টে লেগে ফিরে এলে দারুণ এক হেডে গোল করেন ৩২ বছর বয়সী। তার দ্বিতীয় গোল আসে ৬৩ মিনিটে। রিকার্ডোদ কারেসমার ক্রস গোলমুখে বাধা খেয়ে রোনালদোর কল্যাণে জালে জড়ায়। চার মিনিট পর রোনালদো হ্যাটট্রিক পেতেন। কিন্তু তিনি নিঃস্বার্থভাবে গোল বানিয়ে দেন আন্দ্রে সিলভাকে।

উয়েফার বিশ্বকাপ বাছাইয়ের গোল টেবিলে ১১ গোল করে সবার উপরে রোনালদো। তার চেয়ে তিন গোল পেছনে পোল্যান্ডের রবার্ট লেভানডভস্কি।

বি গ্রুপে পর্তুগাল শীর্ষ দল সুইজারল্যান্ডের চেয়ে এখনও তিন পয়েন্ট পেছনে, যারা ছয় ম্যাচ শেষে সবগুলো জয় পেয়েছে। সর্বশেষ ফারো আইল্যান্ডসকে ২-০ গোলে হারাল সুইসরা।

হাঙ্গেরির সেরা দুইয়ে থাকার আশায় বড় ধাক্কা দিয়েছে অ্যান্ডোরা। ১-০ গোলে জিতেছে দলটি। ২০০৪ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটিই অ্যান্ডোরার প্রথম জয়।

সুইডেন শেষ মুহূর্তের গোলে জিতেছে ফ্রান্সের বিপক্ষে। ফরাসিদের সমান ১৩ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠেছে সুইডিশরা। ২-১ গোলে জিতেছে তারা। নতুন কোচ ডিক অ্যাডভোকাটের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। এ জয়ে বুলগেরিয়াকে টপকে ডাচরা তিন নম্বরে উঠে এসেছে। কারণ বুলগেরিয়ানরা ২-১ গোলে হেরে গেছে বেলারুশের কাছে।

বেলজিয়াম ২-০ গোলে এস্তোনিয়ার বিপক্ষে জিতে এইচ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। এখন পর্যন্ত অজেয় বেলজিয়ানরা ৬ ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। দ্বিতীয় দল গ্রিস গোলশূন্য ড্র করেছে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। এক নম্বর স্থান থেকে চার পয়েন্ট পেছনে তারা। গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাস ২-১ গোলে জিতেছে জিব্রাল্টারের বিপক্ষে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়