X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ২০:০৮আপডেট : ১৩ জুন ২০১৭, ২০:১৫

থিয়াগো সিলভার গোলের পর ব্রাজিলের উল্লাস ধাক্কাটা বেশ জোরেই লেগেছিল, আর্জেন্টিনার বিপক্ষে হার বলে কথা! তবে দলটা ব্রাজিল বলেই ঘুরে দাঁড়াতে সময় লগাল না। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে যে মাঠে হেরেছিল দিন তিনেক আগে, সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই এবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে চেনা ছন্দে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিয়েগো সুজার জোড়া লক্ষ্যভেদে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে তারা ৪-০ গোলে।

সুজা দুই গোল করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের নায়ক থিয়াগো সিলভা। অধিনায়কত্ব তো শুধু নয়, দলে জায়গাটাও হারিয়েছিলেন এই ডিফেন্ডার। ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আগের বিশ্বকাপের অধিনায়ক সাফল্যের এই পথে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পেরেছেন মাত্র ৪৭ মিনিট! মেলবোর্নের মাঠে লক্ষ্যভেদে করে তাই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্যারিস সেন্ত জার্মেই তারকা। তিতের ব্রাজিলের অধিনায়কত্ব নেওয়ার সময়ও হয়তো এসে গেছে তার। নেইমারহীন ব্রাজিলকে ম্যাচের পুরোটা সময় জাগিয়ে রেখেছিলেন সিলভা।

ম্যাচ কিন্তু জেগে উঠেছিল শুরুতেই। মেলবোর্নে জড়ো হওয়া ৫০ হাজার দর্শককে ঠিকঠাক বসারও সময় দিলেন না সুজা। বল সেন্টার করতে না করতেই গোল! ৯ সেকেন্ডেই যে লক্ষ্যভেদ করেন সুজা। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের ভুল পাস ধরে ক্ষীপ্রগতিতে এগিয়ে যান গিলিয়ানো। বক্সের বাইরে থেকে তার দেওয়া পাস ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন সুজা।

প্রথমার্ধ শেষ হয় ওই গোলটাতেই। তবে দ্বিতীয়ার্ধে আরও ধারাল হয় ব্রাজিলের আক্রমণ। ৬২ মিনিটে সেলেসাওরা পায় দ্বিতীয় গোল। যে গোলটি আসে থিয়াগোর হেড থেকে। ফিলিপে কৌতিনিয়োর কর্নার থেকে উড়ে আসা বল হেড করেছিলেন দাভিদ লুইজ, যদিও তা প্রতিহত হয় ক্রস বারে। ফিরতি বল অস্ট্রেলিয়ার এক ডিফেন্ডার ঠিকমতো ‘ক্লিয়ার’ করতে না পারলে বাম প্রান্ত থেকে হেড করেন দগলাস কোস্তা। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের হেডে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন সিলভা।

৭৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন তাইসন। পাউলিনিয়োর ব্যাক পাস থেকে স্কোরশিটে নাম তোলেন তিনি। আর ইনজুরি টাইমে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন সুজা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে দ্বিতীয় গোল পান এই উইঙ্গার। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা