X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সেমিফাইনালে ভারত বলেই জিতবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১২:৪২আপডেট : ১৫ জুন ২০১৭, ১২:৪২

ভারতের সামনে উজ্জীবিত এক দল  বাংলাদেশ ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাংলাদেশ-ভারত সেমিফাইনাল নিয়ে চলছে আলোচনা। দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে চলছে কথার লড়াই। যদিও দুই দলে ক্রিকেটারদের মধ্যে সেই উত্তেজনা নেই। ক্রিকেটারদের মাঝে বিষয়টি দৃশ্যমান না হলেও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ভাবছেন প্রতিপক্ষ ভারত বলেই তেতে থাকবে বাংলাদেশ।

আইসিসির বড় দুটি ইভেন্টের দুটি ঘটনা বাংলাদেশকে তাতিয়ে দেবে বলে মনে করেন মুমিনুল হক ও আল আমিন হোসেন। ২০১৫ বিশ্বকাপে বিতর্কিত দুটি সিদ্ধান্তে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। এরপর ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানে হেরেছিল বাংলাদেশ। সহজ এই ম্যাচটি হাতছাড়া করার পর মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে ভারতীয় দর্শকরা নানা ধরনের ট্রোলে লিপ্ত হয়েছিল। শুধু তাই নয়, ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিষয়টি নিয়ে টুইটও করেছিল।

আর ওই দুটি ম্যাচ বাংলাদেশকে জয়ের জন্য মুখিয়ে রাখবে বলে বাংলা ট্রিবিউনকে জানালেন মুমিনুল ও আল আমিন। ভারতের সঙ্গে সেমিফাইনালে কতটা সম্ভাবনা দেখছেন বাংলাদেশের, মুমিনুলকে এমন প্রশ্ন করা মাত্রই দ্রুত উত্তর, ‘বাংলাদেশই জিতবে, আমি পুরোপুরি নিশ্চিত বাংলাদেশই জিতবে।’ কীভাবে নিশ্চিত হলেন এর ব্যাখ্যা দিয়েছেন এ ব্যাটসম্যান, ‘আমাদের তো হারানোর কিছু নেই। চাপতো সব ভারতের। আমাদের দলের খেলোয়াড়রা নির্ভার থেকে মাঠে নামার সুযোগ পাবে। আমার মনে হয় সবার মধ্যেই জেদ কাজ করছে। ওয়ানডে বিশ্বকাপে আমাদের হারানো হয়েছিল! টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা ১ রানে হেরেছি। হেরে যাওয়ার পর আমাদের নিয়ে অনেক বাজে আলোচনা হয়েছিল। আমি নিশ্চিত এই দুটি ম্যাচ আমাদের খেলোয়াড়দের তাতিয়ে দেবে।’

তামিম বড় স্কোর গড়লেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন মুমিনুল, ‘টপ অর্ডার নিয়ে চিন্তার কিছু নেই। তামিম ভাই রান করলেই হলো। তামিম অথবা সৌম্য আজকে বড় ইনিংস খেলেবেই। আমার মনে হয় সবাই ভালো ব্যাটিং করবে। ভারতের বিপক্ষে সবার রেকর্ড ভালো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চার পেসার ভারতের বিপক্ষে সবসময়ই আগ্রাসী। মুমিনুলও তাই জানালেন, ‘ভারতের বিপক্ষে মাশরাফি ভাই, তাসকিন, রুবেল, মুস্তাফিজ সবাই ভালো বোলিং করে। আজকে ওরা ওদের স্বাভাবিক খেলা খেললে নিশ্চিতভাবেই ভারতীয় ব্যাটসম্যানরা সমস্যা পড়বে।’

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আল আমিন। দলের বাইরে থাকলেও সতীর্থদের শুভ কামনা জানালেন তিনি, ‘জাতীয় দলকে সব সময়ই মিস করি। তবে বাইরে থাকলে দলের প্রতি সব সময়ই শুভ কামনা থাকে।’

মুমিনুলের মতো সরাসরি না বললেও বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে দেননি আল আমিন, ‘বাংলাদেশে শেষ ম্যাচটা খুব ভালোভাবে খেলেছে। আমি আশা করি আজকেও এমন কিছুই হবে। ভারত বলেই আমি বিশ্বাস করি বাংলাদেশ ফাইনাল খেলবে। ওদের বিপক্ষে খেলতে নামার আগে আমরা অনেক বেশি আক্রমণাত্মক থাকি। যেটা ভালো খেলার মানসিকতা আরও বাড়িয়ে দেয়।’

সৌম্যর ব্যাটিংয়ের দিকে তাকিয়ে আল আমিন। তার আশা আজকেই সৌম্য রানে ফিরবে, ‘সৌম্য হয়তো রানে নেই। কিন্তু ও রান পেলেই বড় স্কোর হবে বাংলাদেশের। এজবাস্টনে হয়তো ব্যাটিং সহায়ক উইকেট হবে। আগে ব্যাটিং করলে ব্যাটসম্যানদের দায়িত্ব হবে ৩৫০ রান করা, যাতে বোলারদের জন্য কাজটা সহজ হয়। অন্যদিকে আগে বোলিং করলে বোলারদের কাজ হবে ৩০০ রানের মধ্যে ভারতের স্কোরকে আটকে রাখা।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা