X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ফাইনালে তুলেছে ‘বাইরের শক্তি’

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৫:১২আপডেট : ১৬ জুন ২০১৭, ১৫:৫৮

পাকিস্তানকে ফাইনালে তুলেছে ‘বাইরের শক্তি’ ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান। সেই দলটিই উঠেছে ফাইনালে, প্রতিপক্ষ সেই ভারত। প্রথম ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। আর শেষ চারে তো তাদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু তাদের ফাইনালে ওঠা প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফাইনালে মুখোমুখি, তখন চারদিক উত্তেজনা বিরাজ করা স্বাভাবিক। এমন সময়ে পরোক্ষভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সোহেল। পাকিস্তানি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী সাবেক এ ওপেনার বলেছেন, ফাইনালে ওঠার জন্য অধিনায়ক সরফরাজ ও তার দলের আনন্দ করার কোনও কারণ নেই। বাইরের শক্তির প্রভাবে শিরোপার লড়াইয়ে উঠেছে পাকিস্তান!

ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হওয়ার দুইদিন আগে পাকিস্তানের পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ করেছেন সোহেল, ‘সরফরাজকে একটা কথা বলা দরকার, তোমরা দারুণ কিছুই করনি। তোমাদের ম্যাচ জিততে অন্য কেউ সহায়তা করেছে। তোমার (সরফরাজ) আনন্দিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সবাই জানি নেপথ্যে কী ঘটেছে। ফাইনালে ওঠার খুশিতে পাকিস্তানের আকাশে উড়া উচিত নয়, কারণ আমরা জানি এ জায়গায় তাদের ‘আনা’ হয়েছে। মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বাইরের শক্তি তাদের ফাইনালে তুলেছে।’

ঘটনা কী সেটা গোপনই রাখতে চান সোহেল, ‘কে ম্যাচ জিতিয়েছে সেটার বিস্তারিত জানতে না চাওয়াই ভালো। যদি জিজ্ঞাসা করেন তাহলে বলব ভক্তদের দোয়ায় ও সৃষ্টিকর্তার কৃপায় ম্যাচগুলো জিতেছে তারা। এখন তাদের উচিত ভালো ক্রিকেট খেলায় মন দেওয়া।’

অবশ্য সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরপরই ভোল পাল্টেছেন সোহেল।। সংবাদটি বিকৃত করার অভিযোগ আনলেন ৫০ বছর বয়সী। নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি আরেক টিভি চ্যানেলে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সরফরাজ তার পারফরম্যান্স মিয়াঁদাদকে উৎসর্গ না করার খবর এসেছিল এবং সে বলছিল মিয়াঁদাদ তার দলের অতিরিক্ত সমালোচনা করে, তারপরই আমি এমন মন্তব্য করেছিলাম। যাই হোক, আমি ম্যাচ পাতানো নিয়ে কোনও কথা বলিনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’ সূত্র- নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা