X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ২০:১৪আপডেট : ১৬ জুন ২০১৭, ২০:২৬

অস্ট্রেলিয়া ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার তাদের বাংলাদেশে আসার সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি নিশ্চিত করেছে, স্টিভেন স্মিথকে অধিনায়ক করে গড়া অস্ট্রেলিয়া দল ১৮ আগস্ট পা রাখবে ঢাকায়।

দুবাইয়ে আইসিসি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন আগস্টের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যদিও নিরাপত্তার বিষয়ে ‘কিন্তু’ থাকায় ঝুলে ছিল স্মিথদের বাংলাদেশ সফরের বিষয়টি। সিদ্ধান্ত নেওয়ার জন্য সিএ তাদের নিরাপত্তা পর্যবেক্ষণ দলকে পাঠায় বাংলাদেশে। তাদের সামনে বিসিবি নিরাপত্তার যে নকশা রেখেছিল, তাতে ইতিবাচক প্রতিবেদনই জমা দেয় সিএ’-এর ওই পর্যবেক্ষণ দল। এরপর অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দল ঘোষণার মধ্যে দিয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ সফরে আসছে তারা।

এবার বিসিবি তাদের ঢাকায় আসার সূচিও ঘোষণা করেছে। যে সূচিতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর ২২ থেকে ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচ শেষে আসল লড়াইয়ে ২৭ থেকে ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নামবে স্মিথরা। আর ৪ থেকে ৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে স্বাগতিদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ