X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পর্তুগিজ সতীর্থদের কাছে রিয়াল ছাড়ার কথা বলেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৭ জুন ২০১৭, ১৬:৫৭

পর্তুগিজ সতীর্থদের কাছে রিয়াল ছাড়ার কথা বলেছেন রোনালদো লিওনেল মেসি পড়েছিলেন বড় ঝামেলায়। কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ২১ মাসের জেলও হয় আর্জেন্টাইন অধিনায়কের। যদিও স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধের শাস্তি ২৪ মাসের কম হলে দোষী ব্যক্তিকে জেল খাটতে হয় না। ফুটবল বিশ্বে মেসির কর ফাঁকির ওই আলোচনা শেষ হতে না হতেই আবার শুরু হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্ব। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের বিরুদ্ধেও অভিযোগ একই। মেসি নীরবে আদালতে হাজিরা দিলেও রোনালদো ধাক্কাটা সামলে নিতে পারেননি। আদালতে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন স্পেন ছেড়ে যাওয়ার। ইতিমধ্যে নাকি পতুর্গিজ সতীর্থদের জানিয়েও দিলেন রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন তিনি।

রিয়ালের প্রতি ক্ষোভটা যে খুব বেশি, সেটা বোঝাই যাচ্ছে। কর জটিলতার বিষয়ে তিনি বারবার ক্লাবকে অনুরোধ করেছেন, যাতে কোনও ঝামেলা তার গায়ে এসে না লাগে। কিন্তু ক্লাব যে সেদিকে লক্ষ্য রাখেনি, সেটা তার ১৪.৭ মিলিয়ন ইউরোর কর ফাঁকির মামলাই বলে দিচ্ছে। রাগে-ক্ষোভে তাই রিয়াল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা।

এই মুহূর্তে কনফেডারেশনস কাপ খেলতে জাতীয় দল পর্তুগালের সঙ্গে রোনালদো রয়েছেন রাশিয়ায়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের ক্যাম্পে রোনালদো নাকি তার পর্তুগিজ সতীর্থদের জানিয়েছেন, গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবেন তিনি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ রোনালদোর উদ্ধৃতি ছেপেছে এভাবে, ‘আমি রিয়াল ছেড়ে দিচ্ছি, আর এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। ফেরার কোনও সুযোগ নেই।’

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য দলের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। যদিও ইতিমধ্যে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন তিনি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র খবর, রিয়াল ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছে ইউরোপের বড় বড় ক্লাব থেকে; যার মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ত জার্মেই ও মোনাকো। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!