X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাদ পড়াদের ‘যাচাই’ করতে চান নান্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ১৯:১৫আপডেট : ১৮ জুন ২০১৭, ১৯:১৬

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগামী আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। অর্থাৎ সামনে দুটো গুরুত্বপূর্ণ সিরিজ টাইগারদের। দুই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের যাচাই করতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ফিটনেস ক্যাম্পের জন্য ক্রিকেটারদের নাম ঘোষণা করা হবে আগামী মাসে। এই ক্যাম্প নিয়ে নান্নুর বক্তব্য, ‘সামনে জাতীয় দলের অনেক ম্যাচ রয়েছে। ঘরের মাঠে টেস্ট সিরিজ আছে। এরপর দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটেই খেলতে হবে। সে হিসেব মাথায় রেখে বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখতে হবে। জুলাইয়ের ১০ তারিখ ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এদের নিয়েই ফিটনেস ক্যাম্প শুরু হবে।’

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স বা এইচপি ইউনিটের ক্যাম্প। এই ক্যাম্প থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ জনের নাম এরই মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগে জমা দিয়েছেন নির্বাচকরা। রবিবার বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেছেন, “আমরা ১৬ জনের নাম ইতোমধ্যে দিয়েছি। আজ-কালের মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারে। এই দল আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। আমরা দুটি জিনিস নিয়ে এইচপিতে কাজ করছি। একটা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট, অন্যটা ডেভেলপমেন্ট স্কোয়াড। অস্ট্রেলিয়া সফরের ইমার্জিং দলে আমরা এনামুল হক বিজয়, মেহেদী মারুফ, লিটন দাস, আবুল হাসান রাজুকে রেখেছি। কয়েকজন উদীয়মান খেলোয়াড়ও আছে। আমরা ভালো একটা কম্বিনেশন দাঁড় করিয়েছি, যেটা আমরা জাতীয় দল, ‘এ’ দলে কাজে লাগাতে পারবো।”

এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, “এইচপির এবারের দলটা নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী। আগামী দুই-এক বছরের মধ্যে জাতীয় দল কিংবা ‘এ’ দলে সুযোগ পেতে পারে এইচপি’র ক্রিকেটাররা।”

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’