X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আমরাই এখন চ্যাম্পিয়ন: সরফরাজ

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ০১:১৪আপডেট : ১৯ জুন ২০১৭, ০১:১৪

সরফরাজ আহমেদ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে তারা ছিল আলোচনার বাইরে। ফেভারিট দূরে থাক, ‘আন্ডারডগ’ তকমা সেঁটে দেওয়া হয়েছিল পাকিস্তানের গায়ে। ক্রিকেট বিশ্লেষকদের সেই ভবিষ্যদ্বাণী দূর দিগন্তে মিলিয়ে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়ে। আনন্দের জোয়ারে তো ভেসে যাবেনই অধিনায়ক সরফরাজ আহমেদ। পুরস্কার বিতরণী মঞ্চে সমালোচকদের উদ্দেশ্যেই হয়তো বলে গেলেন, ‘আমরাই এখন চ্যাম্পিয়ন’।

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছিল পাকিস্তান। শুরুর ধাক্কা কাটিয়ে উঠে কী চমৎকারভাবেই না ঘুরে দাঁড়িয়েছিল সরফরাজরা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দেওয়ার পর সেমিফাইনালে হারায় স্বাগতিক ইংল্যান্ডকে, এরপর ফাইনালে ভারত-বধ। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার গল্প শোনালেন সরফরাজ ফাইনাল জয়ের পর, ‘(গ্রুপ পর্বে) ভারতের বিপক্ষে হারের পর আমি ছেলেদের বলেছিলাম, টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি আমাদের। এরপর আমরা দারুণ খেলেছি। আর এখন আমরা ফাইনাল জিতে নিলাম।’

এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ফখর জামানের। আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা এই ওপেনার ফাইনালে করেছেন সেঞ্চুরি। তার কথা আলাদা করে না বললে কী হয়! সরফরাজ প্রশংসায় ভাসালেন ফখরকে, ‘ও আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জীবনের প্রথম আইসিসি ইভেন্টে ফখর খেলেছে চ্যাম্পিয়নের মতো। ও পাকিস্তানের গ্রেট খেলোয়াড়ের একজন হতে পারে।’

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তান। ফাইনালে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল পাকিস্তানি বোলাররা। শিরোপা জয়ের কৃতিত্ব তাই বোলারদেরই বেশি দিলেন পাকিস্তানি অধিনায়ক, ‘তরুণ একটা দল নিয়ে এসেছিলাম আমরা, পুরো কৃতিত্ব পাবে দলের খেলোয়াড়রা, বিশেষ করে বোলাররা। (মোহাম্মদ) আমির, হাসান আলী, শাদাব খান, জুনাইদ (খান), (মোহাম্মদ) হাফিজ- প্রত্যেকেই অসাধারণ বোলিং করেছে।’

শিরোপা জয়ের মন্ত্রটাও জানিয়ে গেছেন কথার শেষ অংশে, ‘আমাদের তো হারানোর কিছু ছিল না। সেভাবেই খেলেছি, আর আমরাই এখন চ্যাম্পিয়ন।’ ক্রিকইনফো

/কেআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া