X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিজেদের ক্রিকেট নিয়ে শঙ্কিত স্যামি

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৭, ১৫:০৭আপডেট : ২০ জুন ২০১৭, ১৫:০৮

নিজেদের ক্রিকেট নিয়ে শঙ্কিত স্যামি বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে অনেক তারকা ক্রিকেটারই নেই ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে। টি-টোয়েন্টি লিগ খেলেই উপার্জন করছেন অনেকে। এই অবস্থায় বোর্ডের বর্তমান প্রশাসনকে ভালো চোখে দেখছেন না সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তার মতে, ‘আমাদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে আমরা কোনও দিকেই যেতে পারবো না। আমি সত্যিই শঙ্কিত, মনে হচ্ছে একসময় হয়তো আমাদের দলের অবনমন হবে; আর আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলতে হবে। এটা সত্যিই দুঃখজনক।’

দেনা পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে অনেক দিন ধরেই তারকা ক্রিকেটারদের ঝামেলা চলছে। সেই ২০১৪ সালে একই কারণে ভারত সফর বর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই কারণে ওই সময়ের অধিনায়ক ডোয়াইন ব্রাভাকে আর দলেই নেওয়া হয়নি। একইভাবে কিয়েরন পোলার্ডও জড়িয়েছেন ঝামেলায়। উপায় না দেখে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি লিগেই খেলে যাচ্ছেন অনেকে। এমনকি স্যামিকেও জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। বর্তমান প্রশাসন এভাবে চললে তাদের ফেরার সম্ভাবনা দেখছেন না স্যামি, ‘এই প্রশাসনের সময়ে মনে হচ্ছে না সম্ভব।’

ইতোমধ্যেই আইসিসির একটি ইভেন্টে অংশ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে জায়গা হয়নি। এছাড়া ওয়ানডে র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগটাও হতে পারে হাতছাড়া! ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের ফলই নির্ধারণ করে দেবে বিশ্বকাপে তারা সরাসরি খেলতে পারবে কিনা। তবে বর্তমান প্রশাসনকে এ নিয়ে একভাবে খোঁচাই দিয়ে দিয়েছেন স্যামি, ‘আপনার অন্তরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থাকলে সব ফরম্যাটে সঠিক খেলোয়াড়দেরই খেলাবেন। যাতে করে তারা টুর্নামেন্টে খেলতে সহায়তা করতে পারে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!