X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাম্পাওলির সমালোচনায় ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৭, ২০:০১আপডেট : ২০ জুন ২০১৭, ২০:২১

সাম্পাওলির সমালোচনায় ম্যারাডোনা বোমা ফাটিয়ে হাজির হওয়ার দিকটা অন্য সবার থেকে সবসময় আলাদা করে রাখে তাকে। পায়ের জাদুতে যেমন প্রতিপক্ষদের ক্ষতবিক্ষত করতেন, তেমনি মুখের গুলিতেও প্রতিনিয়ত বিদ্ধ করে চলেছেন মাঠের বাইরের ইস্যুতে। ডিয়েগো ম্যারাডোনার সেই গুলিতে এবার বিদ্ধ হলেন আর্জেন্টিনার এখনকার কোচ হোর্হে সাম্পাওলি। এ মাসের শুরুর দিকে দায়িত্ব নেওয়া এই কোচের কঠিন সমালোচনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দায়িত্ব তুলে দিয়েছে সাম্পাওলির হাতে। চিলিকে কোপা আমেরিকার শিরোপা জেতানোর পর সেভিয়াতেও আলো ছড়িয়েছেন এই আর্জেন্টাইন কোচ হিসেবে। যদিও বাউসাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলেও ম্যারাডোনার নজরে ‘খুব একটা’ ভালো সিদ্ধান্ত নেয়নি এএফএ। কারণ তার নজরে, বাউসা আর সাম্পাওলির দক্ষতা সমান-সমান। আর্জেন্টাইন এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘বাউসার চেয়ে খুব বেশি কিছু জানে না সাম্পাওলি।’

আসল কোপটা মেরেছেন তিনি পরের কথাতেই, ‘যদি ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে (সাম্পাওলির) চিলির বিপক্ষে না হারতাম, তাহলে তার পরিবারের বাইরে অন্য কেউ সাম্পাওলিকে চিনতো না।’ ২০১৫ সালের ফাইনালে আর্জেন্টিনা হেরেছিল চিলির বিপক্ষে। ওই দলের কোচ ছিলেন আলবিসেলেস্তেদের কোচ সাম্পাওলি।

রাগটা ম্যারাডোনার আরও বেশি ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের স্কোয়াড নিয়েও। দিন কয়েক আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই লড়াইয়ে সাম্পাওলি স্কোয়াডেই রাখেননি সের্হিয়ো আগুয়েরোকে। সব ক্ষোভ উগড়ে দিলেন ম্যারাডোনা এই বলে, ‘কুনকে (আগুয়েরো) বাইরে রাখাটা পাগলামি ছাড়া আর কিছু নয়। ও দলের আক্রমণের গতি বাড়িয়ে দেয়।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া