X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ জয় করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন আবু হায়দার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৮:০২আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:০২

আবু হায়দার দেশের বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতেও পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল পেসারদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাশরাফি বিন মুর্তজা তার অভিজ্ঞতা দিয়ে সফল হলেও তরুণ পেসাররা সুবিধা করতে পারেননি খুব একটা। ঠিক এই জায়গাতেই অভিজ্ঞতা অর্জন করতে চান আবু হায়দার রনি।

১ জুলাই থেকে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশের এইচপি টিম। সফরে পাঁচটি ওয়ানডের পাশাপাশি, দুটি দুইদিন এবং একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আবু হায়দারের লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়া সফরে নিজের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করা, ‘আমাদের চ্যালেঞ্জের কিছু নেই। আমরা ওখানে শেখার জন্য যাচ্ছি। আমাদের মূল ফোকাস ওখান থেকে কিছু শিখে আসা। ভবিষ্যতে জাতীয় দলে খেলার আগে এই ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।’

পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ক্ষমতা থাকাটা জরুরি। একই সঙ্গে সব ধরণের পরিস্থিতিতে মানসিকভাবে শক্তিশালী থাকাটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সবশেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেটের মালিক এই পেসার, ‘একজন পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গার চ্যালেঞ্জ নেওয়াটাও আমাদের শিখতে হবে। ওখানকার আবহাওয়া এবং উইকেটের ধরনের কারণে আমাদের বোলারদের জন্য কাজটা অনেক বেশি কঠিন। আমাদের শিখতে হবে বাউন্সি উইকেটে কীভাবে বোলিং করতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘এখন তো আমরা ফ্লাট উইকেটে বোলিং করি। ওখানে হয়তো বাউন্স এবং সুইং বেশি থাকবে। এই ধরনের উইকেটে পারফরম করতে পারলে নির্বাচকদের নজরে পড়া যাবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি